বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য শাসকদলের মাথা লজ্জায় হেঁট করে দিয়েছে। এনিয়ে বিজেপিকে তীব্র খোঁচা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, নূপুর শর্মার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মন্তব্য শাসকদলের মাথা একেবারে হেঁট করে দিয়েছে।
এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্য়েই শাসকদলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি নূপুর শর্মাকে ঘিরে বিজেপির অন্দরে অস্বস্তি যে আরও বাড়ছে তা বলাই বাহুল্য।
এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোটা দেশ জুড়ে এই ভাবাবেগে অগ্নিসংযোগের জন্য নূপুর শর্মা একলা দায়ী। উদয়পুরের ঘটনার জন্য তাঁর মন্তব্যই দায়ী। উদয়পুরে এক দর্জিকে খুন করার অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এদিকে কংগ্রেসের তরফ দাবি করা হয়েছে, এটা আর কোনও গোপন ব্যাপার নয় যে বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে ফায়দা তুলতে চাইছে। আমরা যারা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি তাদেরকে আরও শক্তিশালী করল সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ। পাশাপাশি কংগ্রেস জানিয়েছে, দল যে সমস্ত জাতীয়তাবিরোধী শক্তি মেরুকরণের চেষ্টা করছে, দেশকে ডুবিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে দল লড়াই চালিয়ে যাবে।