বাংলা নিউজ > ঘরে বাইরে > আদানির পাশে দাঁড়ালেন শরদ পাওয়ার! তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসে, কী হবে মহাজোটে?

আদানির পাশে দাঁড়ালেন শরদ পাওয়ার! তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসে, কী হবে মহাজোটে?

আদানি ইস্যুতে কংগ্রেস সেবাদলের কর্মসূচি (PTI Photo/ Nand kumarl ) (PTI)

কংগ্রেস জানিয়েছে এনসিপি সহ ২০টি রাজনৈতিক দল পরস্পরের মধ্য়ে সমণ্বয় রেখে চলছে। তারা ঐক্যবদ্ধই রয়েছেন। সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে তারা জৌটবদ্ধ অবস্থায় রয়েছেন। বিজেপির আগ্রাসনের থেকে তারা গণতন্ত্রকে রক্ষা করছেন।

অনিরুদ্ধ ধর

এনসিপি নেতা শরদ পাওয়ার এর আগে জানিয়েছিলেন হিন্ডেনবার্গ রিসার্চের মাধ্যমে আদানিকে টার্গেট করা হয়েছিল। এবার তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল কংগ্রেস। কংগ্রেসের দাবি, তাদের সহযোগী এনসিপির আলাদা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। কিন্তু ১৯টি রাজনৈতিক দল মনে করে আদানির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সারবত্তা রয়েছে। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনডিটিভিতে একটি সাক্ষাৎকারে পাওয়ার কার্যত আদানির পাশে দাঁড়ান। তাঁর মতে আদানি ইস্যুটা আসলে হিন্ডেনবার্গের তৈরি করা।

তবে কংগ্রেস জানিয়েছে এনসিপি সহ ২০টি রাজনৈতিক দল পরস্পরের মধ্য়ে সমণ্বয় রেখে চলছে। তারা ঐক্যবদ্ধই রয়েছেন। সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে তারা জৌটবদ্ধ অবস্থায় রয়েছেন। বিজেপির আগ্রাসনের থেকে তারা গণতন্ত্রকে রক্ষা করছেন।

এদিকে পাওয়ার জানিয়েছেন, এই ইস্যুকে কেন্দ্র করে পার্লামেন্টে হইচই হচ্ছে। যারা এই ইস্যুকে তুলছেন তার জেরে পার্লামেন্টে হট্টগোল হচ্ছে। যার জেরে ভুগতে হচ্ছে দেশের অর্থনীতিকে। আমাদের মনে হচ্ছে এটা আসলে নিশানা করা হচ্ছে।

এনসিপি নেতার দাবি, একটি শিল্পপতি গোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে। এটাই মনে করা হচ্ছে। যদি তারা কোনও ভুল করে থাকে তবে তার তদন্ত হোক। পাওয়ারের এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের অন্দরে। কংগ্রেসেরে জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশ জানিয়েছেন, এনসিপির তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিন্তু ১৯টি বিরোধী দল জানেন যে আদানি গ্রুপের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগ রয়েছে। এই ইস্যুটি অত্যন্ত বাস্তব ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, এনসিপি সহ ২০টি রাজনৈতিক দল পরস্পরের মধ্য়ে সমণ্বয় রেখে চলছে। তারা ঐক্যবদ্ধই রয়েছেন। সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে তারা জৌটবদ্ধ অবস্থায় রয়েছেন। বিজেপির আগ্রাসনের থেকে তারা গণতন্ত্রকে রক্ষা করছেন।

এদিকে মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠীর মধ্য়ে একটা জোট রয়েছে। এই মহা জোটের শরিক এনসিপি ও কংগ্রেস। তবে কি শরদ পাওয়ারের এই বক্তব্যকে ঘিরে নতুন করে জলঘোলা শুরু হবে জোটের অন্দরে?

এদিকে আদানি ইস্যুতে গত কয়েকদিন ধরে তুমুল হইচই হয়েছে পার্লামেন্টে। এমনকী সংসদ মুলতুবিও হয়ে গিয়েছিল। বিরোধীরা যৌথ তদন্ত কমিটি তৈরির দাবিতে সরব হয়েছেন। এমনকী স্পিকারের ডাকা চা চক্রও বয়কট করেছিলেন তারা। তবে এবার এনসিপি অবশ্য় আদানি ইস্যুতে কার্যত আদানির পাশেই দাঁড়াল।

 

বন্ধ করুন