বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress targets bjp on China issue: চিন নিয়ে নিরাপত্তার প্রশ্নে বিজেপিকে টার্গেট কংগ্রেসের! পেশ হল বিশেষ ক্যালেন্ডার

Congress targets bjp on China issue: চিন নিয়ে নিরাপত্তার প্রশ্নে বিজেপিকে টার্গেট কংগ্রেসের! পেশ হল বিশেষ ক্যালেন্ডার

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা (Video grab) (HT_PRINT)

দিল্লিতে একটি প্রেস কন্ফারেন্সে যোগ দিয়ে পবন খেরা প্রশ্ন তোলেন কবে কেন্দ্র চিন ইস্যুতে সংসদে কথা বলবে? তাঁর দাবি, কংগ্রেস্র সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বারবার এই ইস্যু নিয়ে সরব হয়েছেন। জানতে চাওয়া হয়েছে আদৌ কোনও নিরাপত্তাজনিত আপোশ হয়েছে কি না। তবে মোদী সরকার তা নিয়ে কোনও প্রত্যুত্তর দেয়নি বলে দাবি করছে কংগ্রেস।

সপ্তর্ষি দাস

কেন্দ্রের বিজেপি সরকারের অধীনে দেশের নিরাপত্তা প্রতি মাসে আপোশ করা হচ্ছে, বলে অভিযোগ কংগ্রেসের। এই অভিযোগের সুর তুলে কংগ্রেস নেতা পবন খেরা এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন। সেখানে প্রতিমাসের নিরিখে চিনের কাছে কোন কোন বিপর্যয় ডেকে আনা ভুল ভারত করেছে, তা তুলে ধরা হয়েছে। কংগ্রেসের দাবি, কেন্দ্র কিছুতেই এই ইস্যুতে কথা বলতে চাইছে না। সংসদে কংগ্রেসের তরফে এই নিয়ে ডিবেটের দাবি করা হলেও, তা নিয়ে মোদী সরকার কথা বলতে রাজি নয়।

নয়া দিল্লিতে একটি প্রেস কন্ফারেন্সে যোগ দিয়ে পবন খেরা প্রশ্ন তোলেন কবে কেন্দ্র চিন ইস্যুতে সংসদে কথা বলবে? তাঁর দাবি, কংগ্রেস্র সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বারবার এই ইস্যু নিয়ে সরব হয়েছেন। জানতে চাওয়া হয়েছে আদৌ কোনও নিরাপত্তাজনিত আপোশ হয়েছে কি না। তবে মোদী সরকার তা নিয়ে কোনও প্রত্যুত্তর দেয়নি বলে দাবি করছে কংগ্রেস। পবন খেরা বলেন, ‘কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধী বারবার এই ইস্যুকে তুলে ধরেছেন। যখন তাওয়াং সংঘর্ষ হয়েছিল সংসদের শীতকালীন অধিবেশনে, তখন তাঁরা (রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে) এই ইস্যুতে আলোচনা চেয়েছিলেন। তবে তা হয়নি কারণ বিজেপি ভয় পেয়েছিল যে এই ক্যালেন্ডার একদিন সামনে আসবে বলে। ’

কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন নিয়ে বিব্রত নন। কংগ্রেসের দাবি, মোদী কেবলই নিজের ভাবমূর্তি নিয়ে চিন্তিত, কোনও মতেই তিনি দেশের ভাবমূর্তি নিয়ে চিন্তিত নন। চিন নিয়ে প্রধানমন্ত্রীকে কংগ্রেস কোন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তার জবাবে পবন খেরা বলেন, ডেপসাংয়ে পিপি ১০,১১ ও ১১ এ পিপি ১২, পি ১৩ যা ভারতীয় এলাকা তা কেন দখল করে রয়েছে চিন? এপ্রিল ২০২০ এর আগে যা পরিস্থিতি ছিল লাদাখের ওই সংঘর্ষপ্রবণ এলাকায়, তা এখনও কেন মেনে চলা হচ্ছে না? এছাড়া ডোকলাম শিলিগুড়ির জন্য উদ্বেগ হয়ে উঠছে, চিনের সেনার হাতে নির্মিত ঝামপেরি রিজও একইভাবে উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে দাবি কংগ্রেসের। এই বিষয়গুলি নিয়ে কেন মোদী সরকার কথা বলছেন না? সেই প্রশ্ন তুলছে এই পার্টি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup।

 

 

 

 

 

 

বন্ধ করুন