বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress Seeks probe on Adani: 'মোদীর আশীর্বাদধন্য' আদানিকে নিয়ে তদন্ত হোক, আরবিআই ও সেবি-র কাছে আবেদন কংগ্রেসের

Congress Seeks probe on Adani: 'মোদীর আশীর্বাদধন্য' আদানিকে নিয়ে তদন্ত হোক, আরবিআই ও সেবি-র কাছে আবেদন কংগ্রেসের

আরবিআই ও সেবি-কে চিঠি দিয়ে আদানিকে নিয়ে তদন্তের আবেদন কংগ্রেসের। (REUTERS)

আরবিআই ও সেবি-কে চিঠি দিয়ে আদানিকে নিয়ে তদন্তের আবেদন কংগ্রেসের। কংগ্রেসের অভিযোগ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো পাবলিক সেক্টরের আর্থিক সংস্থাগুলি আদানি গোষ্ঠীতে বিনিয়োগের ক্ষেত্রে 'অস্বাভাবিকভাবে উদার'। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো পাবলিক সেক্টরের আর্থিক সংস্থাগুলি আদানি গোষ্ঠীতে বিনিয়োগের ক্ষেত্রে 'অস্বাভাবিকভাবে উদার' বলে অভিযোগ করল কংগ্রেস। এই অভিযোগের প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনকে তদন্ত করতে বলল কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের তরফে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এই বিষয়টি দেশের ব্যাঙ্কিং খাতকে অস্থিতিশীল করতে পারে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং সেবি-র চেয়ারপার্সন মাধবী পুরি বুচকে চিঠি পাঠান। চিঠিতে তাঁর আহ্বান, ভারতের করদাতারা যাতে আদানি গ্রুপের সঙ্কটের দ্বারা প্রভাবিত না হন, তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ করা হোক। চিঠিতে আদানিদের রাজনৈতিক যোগাযোগের উল্লেখ করা হয়। আদানিকে 'মোদীর আশীর্বাদধন্য' বলে আখ্যা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, বিপুল অঙ্কের ঝুঁকিপূর্ণ ঋণের অভিযোগ তোলা হয়। সেই রিপোর্ট প্রকাশের পর থেকে দ্রুত নিম্নমুখী হয়েছে আদানি গোষ্ঠীর ৭টি সংস্থার শেয়ার। এদিকে আদানি গোষ্ঠীর শেয়ারে বিনিয়োগ রয়েছে LIC-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থারও। এসবিআই সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণও নিয়েছে আদানি গোষ্ঠী। তাছাড়া একগুচ্ছ হেভিওয়েট সরকারি প্রকল্পের বরাত রয়েছে আদানি গোষ্ঠীর হাতে। এই আবহে আদানি ইস্যুতে রাজনৈতিক ভাবে চাপে রয়েছে শাসকদল বিজেপি।

এই আবহে এর আগে আদানি বিতর্ককে হাতিয়ার করে লোকসভায় ঝড় তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখিয়ে বিভিন্ন অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এই নিয়ে লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়। রাহুলের বক্তৃতার একাংশ বাদ দেওয়া হয় রেকর্ড থেকে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে বলতে উঠে লোকসভায় আদানি প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে রাহুল অভিযোগ করেন, তাঁর নির্দেশেই কেন্দ্রীয় সরকার একাধিক ক্ষেত্রে শিল্পপতি গৌতম আদানিকে সুবিধা পাইয়ে দিয়েছে। ভারতের বিদেশনীতি আদানির বিদেশনীতির দেখানো পথে চলছে বলেও অভিযোগ করেন রাহুল। রাহুল গান্ধী বলেন, 'আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই কতবার তাঁর বিদেশ সফরে আদানি সঙ্গী হয়েছেন? কতবার নরেন্দ্র মোদীর বিদেশ সফরের পরেই সেই দেশে গিয়েছেন গৌতম আদানি? কতবার প্রধানমন্ত্রী কোনও দেশ থেকে ফিরে আসার পরেই সেই দেশের সঙ্গে কোনও চুক্তি স্বাক্ষর করেছেন আদানি? বিজেপিকে গত ২০ বছরে কত টাকা দিয়েছে আদানি গোষ্ঠী? ইলেক্টোরাল বন্ডের মাধ্যমেই বা কত টাকা দেওয়া হয়েছে? কীভাবে ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে আদানির সম্পত্তির পরিমাণ ৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১৪০ বিলিয়ন মার্কিন ডলার হয়ে গেল? দেশের প্রায় সব ক্ষেত্রেই কীভাবে আদানি গোষ্ঠীর প্রবেশ সম্ভব হল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির সম্পর্ক কেমন?'

ঘরে বাইরে খবর

Latest News

বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.