কয়লার রাজস্ব-সহ অন্য়ান্য খাতে ঝাড়খণ্ড সরকারের প্রাপ্য প্রায় ১.৪ লক্ষ কোটি টাকা কবে মেটাবে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার?
রবিবার এই প্রশ্ন তুলে কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ আনল কংগ্রেস। তাদের বক্তব্য, যেহেতু ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপিকে উৎখাত করে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে, সেই কারণেই রাজ্যের আর্থিক বরাদ্দ ও কয়লার বকেয়া রাজস্ব মেটাচ্ছে না মোদী সরকার।
এর পাশাপাশি, মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনেও বিজেপিকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, মহারাষ্ট্রের কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, তা তারা পালন করতে 'ব্যর্থ' হয়েছে।
ঝাড়খণ্ডের বকেয়া বরাদ্দ ও তহবিল ইস্যুতে কংগ্রেসের মুখাপাত্র জয়রাম রমেশ বলেন, ঝাড়খণ্ডের বকেয়া কেন মেটাচ্ছে না কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার? মানুষের কাছে ভোট চাওয়ার আগে বিজেপির এই প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়া উচিত।
জয়রামের দাবি, 'জমির অধিগ্রহণবাবদ বাকি রয়েছে ১,০১,১৪২ কোটি টাকা। বিভিন্ন যৌথ প্রকল্পের খরচ বাবদ বাকি রয়েছে ৩২,০০০ কোটি টাকা। ধৌত কয়লার রয়্যালটি বাবদ বাকি রয়েছে ২,৫০০ কোটি টাকা।'
জয়রাম ঝাড়খণ্ডের প্রাপ্য বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে জানতে চান, 'নন-বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী এই সমস্ত তহবিল ছাড়তে ব্যর্থ হচ্ছেন কেন? ঝাড়খণ্ডের মানুষ গত নির্বাচনে জেএমএম-কংগ্রেস জোটকে জিতিয়েছিলেন বলেই কি এমন বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে?'
কংগ্রেস মুখপাত্র আরও বলেন, 'ঝাড়খণ্ডের মানুষের কাছে একটিও ভোট চাওয়ার আগে, বিজেপিকে বলতে হবে, কেন তারা রাজ্যের বরাদ্দ ১.৩৬ কোটি টাকা আটকে রেখেছ।'
মহারাষ্ট্রের বর্তমান মহাযুতি সরকারকেও কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। তাদের বক্তব্য, মহারাষ্ট্র সরকার রাজ্যের কৃষকদের সঙ্গে 'প্রতারণা' করেছে। তারা মহারাষ্ট্রের কৃষকদের অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, বাস্তবে তার কিছুই পালন করেনি।
কংগ্রেসের অভিযোগ, মহারাষ্ট্রের মহাযুতি সরকার কথা দিয়েছিল, তারা নয়া ওয়াটার গ্রিড বা জল সরবরাহের লাইন বসাবে। যাতে রাজ্যের প্রত্যেকটি গ্রামে পাইপ লাইনের মাধ্যমে সরাসরি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়।
জয়রাম রমেশ এই প্রসঙ্গে বলেন, ২০১৯ সালের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্য সরকার ২০,০০০-২৫,০০০ কোটি টাকা খরচ করে নয়া ওয়াটার গ্রিড বসাবে।
কংগ্রেস মুখপাত্রের কথায়, 'যে প্রতিশ্রুতি (ওয়াটার গ্রিড বসানো সংক্রান্ত) করা হয়েছিল, এবারের গ্রীষ্মে সেই প্রতিশ্রুতির পাঁচবছর পূর্ণ হয়েছে। আর এবছরই মহারাষ্ট্রে জলের জন্য হাহাকার চরমে উঠেছে। ৬০০টিরও বেশি গ্রাম এবং ১৭৮টিরও বেশি ছোট পল্লি এলাকার মানুষ সম্পূর্ণভাবে জলের ট্যাঙ্কের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ওই সমস্ত জায়গায় পানীয় জলের চরম সঙ্কট দেখা দিয়েছে।'
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ আরও বলেন, 'মহাযুতি সরকারটিই প্রতারণার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। তারা বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে, আদর্শের সঙ্গে প্রতারণা করেছে। এমনকী, মহারাষ্ট্রের মানুষের সঙ্গেও প্রতারণা করেছে।'
প্রসঙ্গত, চলতি মাসেই ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন রয়েছে। তাই ওয়াকিবহাল মহলের মতে, ভোটের মুখে বিজেপি ও তার জোটসঙ্গীদের কোণঠাসা করতেই উপরোক্ত প্রসঙ্গগুলি উত্থাপন করে তাদর আক্রমণের কৌশল নিয়েছে কংগ্রেস।