রাম জন্মভূমির ট্রাস্টে দানের টাকা থেকেও চুরি করেছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। রাম মন্দিরের সঙ্গে যুক্ত অযোধ্যা জমি কেলেঙ্কারিতে জড়িত হয়েছে বিজেপি। অভিযোগ কংগ্রেসের। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সেই ২০২১ সালের জুন মাস থেকে আমরা বিষয়টি তোলার চেষ্টা করছি। অযোধ্যাতে জমি সংক্রান্ত বড় কেলেঙ্কারি হয়েছে। রাম জন্মভূমি ট্রাস্টে যে দানের টাকা এসেছে সেটাও চুরি করা হয়েছে। কোনও জমি মাফিয়া নয়, বিজেপি নেতারাই এখন অযোধ্যার মাফিয়া। উত্তরপ্রদেশ সরকারের আওতায় থাকা অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি শেষ পর্যন্ত এটা মানতে বাধ্য হয়েছে।
এনিয়ে ৪০জনের তালিকা সামনে এনেছে কংগ্রেস। তারা জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে কংগ্রেসের অভিযোগ। সেই তালিকায় অযোধ্যার বিজেপি এমএলএ বেদ প্রকাশ গুপ্তা, মেয়র ঋষিকেশ উপাধ্যায় ও প্রাক্তন এমএলএ গোরক্ষনাথও রয়েছেন।
জমি কেলেঙ্কারি নিয়ে তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন কংগ্রেস নেত্রী। প্রথমত সস্তায় জমি কিনে তা বেশি দামে ট্রাস্টকে বিক্রি করেছে বিজেপি। ট্রাস্টকে যে ৭০ একর জমি বিক্রি করা হয়েছিল তার বাইরেও বাকি অংশের জমি বিজেপি নেতাদের কাছে কম দামে বিক্রি করা হয়েছে। দলিতদের কাছ থেকেও বহু জমি ছিনিয়ে নেওয়া হয়েছে।
এটা যদি রামের নামে লুঠ না হয় তবে লুঠ কাকে বলব? প্রশ্ন কংগ্রেস নেত্রীর। কংগ্রেস এনিয়ে তদন্তের দাবি করেছে। এনিয়ে উত্তরপ্রদেশের বিজেপির মুখপাত্র অবনীশ ত্যাগী জানিয়েছেন, তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট সকলের সামনে আসবে। তার আগে উপসংহারে পৌঁছনর জন্য় এত তাড়াহুড়ো কেন?