বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress slams bjp:'ক্ষমা চাওয়ার অভ্যাস' মন্তব্যে বিজেপিকে খোঁচা কংগ্রেসের! প্রসঙ্গে ফের রাহুল গান্ধী

Congress slams bjp:'ক্ষমা চাওয়ার অভ্যাস' মন্তব্যে বিজেপিকে খোঁচা কংগ্রেসের! প্রসঙ্গে ফের রাহুল গান্ধী

দিল্লির ঠান্ডায় রাহুল গান্ধীর শুধুই টি শার্ট পরার ঘটনা নিয়েও বিতর্ক কম হয়নি।(ANI Photo) (Congress Twitter)

বিজেপিকে টার্গেট করে কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ‘একজন বিজেপি নেতা বলেছেন, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা ছেড়ে ক্রিসমাসের ছুটিতে চলে যাবেন। ওই বিজেপি নেতা যখন ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন, তখন রাহুল শ্রদ্ধা জানাচ্ছিলেন মহত্মা গান্ধীকে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী,চৌধরী চরণ সিং, অটল বিহারী বাজপেয়ীকে।’ য

সদ্য় এক ভাইরাল ভিজ্যুয়ালে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দিল্লির কনকনে ঠান্ডায় টি শার্ট পরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের। সেই দৃশ্য ঘিরে বিতর্ক উঠতেই কংগ্রেসের তরফে জয়রাম রমেশ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে রাহুল গান্ধী ইস্যুতে জোরদার জবাব দেন। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রীর দাবি ছিল, 'ভারত জোড়ো যাত্রা' ছেড়ে ক্রিসমাসের ছুটিতে রাহুল বিদেশের সফরে যাবেন। যদিও তাকে নস্যাৎ করে দেন জয়রাম রমেশ।

বিজেপিকে টার্গেট করে কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ‘একজন বিজেপি নেতা বলেছেন, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা ছেড়ে ক্রিসমাসের ছুটিতে চলে যাবেন। ওই বিজেপি নেতা যখন ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন, তখন রাহুল শ্রদ্ধা জানাচ্ছিলেন মহত্মা গান্ধীকে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী,চৌধরী চরণ সিং, অটল বিহারী বাজপেয়ীকে।’ যদিও তাঁর বক্তব্য শ্রীনাতে কোনও বিজেপি নেতার নাম নেননি তবে তাঁর নিশানা যে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীই ছিলেন তা বলাই বাহুল্য। এদিকে, কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ, প্রহ্লাদ যোশীর টুইটের প্রেক্ষিতে আরও জোরালো জবাব দেন।

 

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইটে লেখেন যে, ‘জয়রাম রমেশ তাঁর পার্টি নেতাদের সঙ্গে ব্যস্ত, তিনি জানেনই না তাঁর দলের নেতারা সংসদে কী করছেন।’ এরপর রাহুল গান্ধীর নাম না করে তাঁকে খোঁচা দিয়ে যোশী দাবি করেন, ‘ভারত জোড়ো যাত্রা’ ছেড়ে কোনও ক্রিসমাসের ছুটিতে যাবেন। এই বক্তব্য়ের পর জয়রাম রমেশ বলেন, ‘যদি অভিযোগ মিথ্যা হয়, তাহলে উনি যেন ক্ষমা চান।’ সঙ্গেই রমেশ বলেন, তবে যদি প্রহ্লাদ যোশীর দাবি সত্যি হয়, তাহলে জয়রাম রমেশ নিজে ক্ষমা চাইবেন। সেই প্রসঙ্গ তুলে কংগ্রেসের সুপ্রিময়া শ্রীনাতে বলেন,'আমরা পের একবার বিজেপির মিথ্যাচার ধরে ফেলেছি। মাফিবীরদের সেনা কি ক্ষমা চাইবে? ক্ষমা চাওয়া তাদের পুরনো অভ্যাস। ফলে এটা সমস্যা হবে না আশা করি।' উল্লেখ্য, 'মাফিবীর' শব্দের মাধ্যমে ফের একবার নাম না করে বীর সাভারকরের নামের প্রসঙ্গ তোলেন সুপ্রিয়া শ্রীনাতে। উল্লেখ্য, সাভারকারের তরফে ক্ষমা প্রার্থনাধর্মী একটি পিটিশন ব্রিটিশ শাসকের কাছে যাওয়ার প্রসঙ্গ ধরেই ওই বার্তা দেন কংগ্রেস নেতা।

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

বিস্কুট-ক্রিম রোলে বিপদ! ৩ সংস্থা-বেকারিকে উৎপাদন বন্ধের নির্দেশ প্রশাসনের ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মন্দির কতক্ষণ খোলা থাকে?ভোগ খাওয়ার ইচ্ছা? রইল কিছু তথ্য ভরপেট খাইয়ে গণপিটুনি দিয়ে খুন সর্বহারা ভবঘুরেকে, নৃশংস ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিপুরি নাকি ফুচকা, KBC-তে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট দিলেন কাকে? বন্যার আগেই বুঝে যাবে কেন্দ্র, ১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম গয়নার দোকানের কর্মী মিলনের রাজকীয় উত্থান, গ্রেফতার কাউন্সিলরকে নিয়ে লোকে বলছে… বিয়ের পর ছবির পোস্টেরে বচ্চন নয় ভাদুড়ী পদবী ব্যবহার করেছিলেন জয়া,কী বলেন অমিতাভ ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় জাভেদের সঙ্গে বাগযুদ্ধ ইমন-রাঘবের, কেন? ভারতের আরও এক প্রাক্তন কোচকে জালে তুলল রাজস্থান, জুটি বাঁধছেন দ্রাবিড়ের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.