মহারাষ্ট্রের ভোটারতালিকা নিয়ে এবার নতুন অভিযোগ আনল কংগ্রেস। তাদের দাবি, গত বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হওয়ার সময় রাজ্যে মোট যত জন বৈধ ও নথিভুক্ত ভোটার ছিলেন, সেই সংখ্যা মহারাষ্ট্রের তৎকালীন নথিভুক্ত প্রাপ্তবয়স্ক নাগরিকের থেকেও বেশি! কংগ্রেসের আরও দাবি, কেন্দ্রের মোদী সরকারের পেশ করা তথ্য অনুসারেই, এই পরিসংখ্যান সামনে এসেছে!
উল্লেখ্য, ২০২৪ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এমভিএ জোটের ভরাডুবির পরই বিরোধীরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছে। যার মধ্যে অন্যতম হল - মাত্র চারমাসে মহারাষ্ট্রর সামগ্রিক রাজ্যের ভোটারতালিকায় ৫০ লক্ষ নতুন নামের সংযোজন! যা ইতিমধ্য়েই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
আর, এবার প্রাপ্তবয়স্ক জনসংখ্য়ার তুলনায় অধিক ভোটার থাকার মতো গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস। তাদের বক্তব্য, যদি কোনও রাজ্য়ে প্রাপ্তবয়স্কদের সংখ্য়ার নিরিখে ভোটারের পরমাণ ১০০ শতাংশও হয়, তাহলেই তা নিয়ে সংশয় প্রকাশ করার অবকাশ থাকে। আর, এক্ষেত্রে তো সেই পরিসংখ্য়ান ১০০ শতাংশের গণ্ডীও ছাড়িয়ে গিয়েছে!
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের তথ্য বিশ্লেষণ বিভাগের প্রধান প্রবীণ চক্রবর্তী। তিনি বলেন, 'আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইসি)-এর কাছ থেকে শুধুমাত্র একটি বাক্যে এর উত্তর চাই। যদি তাঁরা এতটাই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকেন, তাহলে মোদী সরকারেরই দেওয়া তথ্য অনুসারে, কেন এটা মনে হচ্ছে যে রাজ্যের মোট ভোটার সংখ্য়া, মোট প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্য়ার তুলনায় বেশি?'
তিনি জানিয়েছেন, মোদী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্ত জনসংখ্যা সংক্রান্ত জাতীয় কমিশন ২০১৯ সালে যে পরিসংখ্য়ান প্রকাশ করেছিল, সেই অনুসারে ২০২৪ সালে মহারাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা হওয়া উচিত প্রায় ৯.৫ কোটি।
অথচ, নির্বাচন কমিশনের তরফে পেশ করা তথ্য বলছে, ওই ২০২৪ সালেই মহারাষ্ট্রের মোট বৈধ ভোটার ছিলেন ৯.৭ কোটি।
কংগ্রেস নেতার দাবি, আধার কার্ড নথিভুক্তিকরণ থেকেও একই তথ্য সামনে এসেছে। সেখানেও দেখা গিয়েছে, ভোটারের সংখ্য়া প্রাপ্তবয়স্ক জনসংখ্য়ার থেকে বেশি।
প্রবীণ বলেন, 'দেখে তো মনে হচ্ছে, মহারাষ্ট্রের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্য়ার থেকেও ১৬ লক্ষ বেশি মানুষকে ভোটারতালিকায় জায়গা করে দিয়েছে নির্বাচন কমিশন। যদি ধরেও নেওয়া হয় যে এই পরিসংখ্যানে কিছুটা তারতম্য হয়েছে, তাহলেও কি নির্বাচন কমিশনের পক্ষে ১০০ প্রাপ্তবয়স্কের নাম ভোটারতালিকায় তোলা সম্ভব?'