বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress Slams PM Narendra Modi: 'আপনি প্রধানমন্ত্রী, ভগবান নন', রাহুল বিতর্কে মোদীকে পালটা তোপ কংগ্রেসের

Congress Slams PM Narendra Modi: 'আপনি প্রধানমন্ত্রী, ভগবান নন', রাহুল বিতর্কে মোদীকে পালটা তোপ কংগ্রেসের

লন্ডনে গিয়ে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মোদীর আক্রমণের পালটা জবাব দিল কংগ্রেস। (Hindustan Times)

লন্ডনে গিয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে নরেন্দ্র মোদীর আক্রমণের পালটা জবাব দিল কংগ্রেস। কংগ্রেসের তরফে মোদীর উদ্দেশে প্রশ্ন, 'প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করার অর্থ দেশের বিরোধিতা কবের থেকে হয়ে গেল?'

গতকালই কর্ণাটকে গিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধীর নাম না নিয়ে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই আক্রমণের পালটা তোপ দাগল কংগ্রেস। সম্প্রতি লন্ডনে গিয়ে রাহুল গান্ধী ভারতের গণতন্ত্র এবং সরাকরি নীতির বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। রাহুলের সেই মন্তব্যের প্রেক্ষিতে মোদী তোপ দেগেছিলেন কংগেস সাংসদকে। এর জবাবে এবার কংগ্রেসের তরফে মোদীর উদ্দেশে প্রশ্ন, 'প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করার অর্থ দেশের বিরোধিতা কবের থেকে হয়ে গেল?' (আরও পড়ুন: 'যদি বন্ধ করে দিই...', ডিএ আন্দোলনকে 'নাটক' আখ্যা দিয়ে বিস্ফোরক ফিরহাদ)

কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের প্রেক্ষিতে টুইট করে লেখেন, 'কবে থেকে আপনার নীতির নিন্দা দেশের নিন্দায় পরিণত হল? আপনি শুধু একজন প্রধানমন্ত্রী, আপনি না দেশ, না ঈশ্বর, না স্রষ্টা।' এর আগে গতকাল মোদী কর্ণাটকে দাঁড়িয়ে বলেন, 'লন্ডনের মাটি থেকে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়।' এর আগে লন্ডনে রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির অভিযোগ ছিল, লন্ডনে গিয়ে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ চেয়েছিলেন কংগ্রেস সাংসদ। যগিও কংগ্রেস দাবি করে, ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও ইংল্যান্ড-আমেরিকার মতো দেশের 'নীরবতা' নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল। (আরও পড়ুন: ডিএ ধরনা মঞ্চ ওড়ানোর হুমকি দিয়ে পোস্টার, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধের চেষ্টা)

এই গোটা বিতর্ক নিয়ে গতকাল কর্ণাটকে মোদী বলেন, 'আজ ভগবান বাসবশ্বেরের মাটিতে দাঁড়িয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। তাঁর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্ববাসীর কাছে আজও দৃষ্টান্তমূলক। লন্ডনে সেই বাসবেশ্বরের মূর্তি রয়েছে। সেই মূর্তির উদ্বোধনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হল, সেই লন্ডনের মাটিতে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ধারাবাহিক ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে দেশের গণতন্ত্রের ভিতকে দুর্বল করা হয়। তবে তা সম্ভব নয়। যাঁরা ওই কাজ করছেন, তাঁরা বাসবেশ্বরের সঙ্গে সঙ্গে কর্নাটকের মানুষকেও অপমান করছেন।' এর জবাবে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, 'প্রধানমন্ত্রী গণতন্ত্রকে আক্রমণ করছেন বলেই তা নিয়ে আলোচনা হচ্ছে।'

বন্ধ করুন