সাংবাদিক বৈঠকে ভীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশি পডকাস্টারের সামনে স্বাচ্ছন্দবোধ করেন। এভাবেই কটাক্ষ করেছে কংগ্রেস।সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।সেখানে একাধিক বিষয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। এবার তা নিয়ে মোদীকে নিশানা করেছে কংগ্রেস। বিরোধী দলের বক্তব্য, যিনি সাংবাদিক বৈঠকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ভয় পান, তিনি বিদেশের পডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে স্বচ্ছন্দ বোধ করছেন। (আরও পড়ুন: SC-র বিচারপতি হিসেবে শপথ জাস্টিস বাগচীর, ক'দিনের মেয়াদে ২০৩১-এ CJI হবেন তিনি?)
আরও পড়ুন: পাকিস্তানকে তোপ, তবে পূর্বের প্রতিবেশী নিয়ে মার্কিন পডকাস্টারকে কী বললেন মোদী?
সাক্ষাৎকারের একটি অংশে মোদীকে বলতে শোনা গিয়েছে যে, ‘সমালোচনা গণতন্ত্রের আত্মা’। তা নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নরেন্দ্র মোদী সরকারকে দায়বদ্ধ রাখে, এমন সমস্ত প্রতিষ্ঠানকে উনি প্রাতিষ্ঠানিক ভাবে শেষ করে দিচ্ছেন। সমালোচকদের উপর যে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তা প্রায় বিরল।' মোদী দ্বিচারিতা করছেন বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস। (আরও পড়ুন: দিল্লিতে তুলসির সঙ্গে বৈঠকে ডোভাল, গোপনে 'ভারত-বিরোধীদের' নিয়ে আলোচনা)
প্রধানমন্ত্রী মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ে সাক্ষাৎকারটি নেন ফ্রিডম্যান। প্রায় তিন ঘণ্টার ওই সাক্ষাৎকারটি রবিবার প্রকাশিত হয়েছে। সেখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঠিক এ শুরু করে শৈশবে তাঁর উপরে স্বামী বিবেকানন্দ এবং আরএসএস-এর প্রভাব নিয়ে কথা বলেন মোদী।তিনি বলেন, ক্ষমতায় আসার সময়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের চেষ্টা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময়ে বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানকে। লক্ষ্য ছিল, যাতে নতুন ভাবে সম্পর্ক শুরু করা যায়। কিন্তু শান্তি ফেরানোর প্রতিটি চেষ্টার বদলে অপর প্রান্ত থেকে ‘বিরোধিতা’ এবং ‘বিশ্বাসঘাতকতা’ মিলেছে বলে জানান মোদী। (আরও পড়ুন: বালোচ মহিলার হামলায় 'মুখ লাল' পাক সেনার, পরপর আঘাত কালাট থেকে চমন, মৃত বহু)
সেখানেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কিকে বার্তা দিয়েছেন মোদী। বলেছেন, এখন সংঘাতের সময় নয়। তাছাড়া, যুদ্ধে জয়লাভ করা যে কোনও স্থায়ী সমাধান হতে পারে না, এমনটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।মোদী বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের সঙ্গেই আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি বলব, এটা যুদ্ধের সময় নয়। সেই সঙ্গে, আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকেও বন্ধুত্বপূর্ণ ভাবে বলতে পারি যে, ভাই, পৃথিবীতে যত মানুষই আপনার পক্ষে থাকুন না কেন, যুদ্ধক্ষেত্রে কখনও কোনও স্থায়ী সমাধান মিলতে পারে না। ইউক্রেন তাদের মিত্রদের সঙ্গে যতই আলোচনা করুক না কেন, তাতে কোনও ফল হবে না। আলোচনায় উভয় পক্ষকেই অন্তর্ভুক্ত করা উচিত।'