৮০ কোটি দরিদ্র মানুষকে 'বিষ' খাওয়ানো হচ্ছে। বৃহস্পতিবার মোদী সরকারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করল কংগ্রেস। মুখপাত্র পবন খেরার বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। PDS-এর অধীনে ফরটিফায়েড চালের রোল আউট নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। পবন খেরা বলেন, সঠিকভাবে নিরপেক্ষ গবেষণা ও তার ফলাফল প্রকাশ না করেই এই চাল বাজারে আনা হচ্ছে।
কংগ্রেসের মুখপাত্র পবন খেরা প্রশ্ন তোলেন, মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত সুরক্ষিত চাল সরবরাহের জন্য এত তাড়াহুড়ো কীসের? বিদেশি সংস্থা রয়্যাল ডিএসএমের সঙ্গে সরকারের কী সম্পর্ক রয়েছে? প্রশ্ন তোলেন তিনি। এই সংস্থাই দেশে চাল বিতরণের চুক্তি পেয়েছে।
সম্প্রতি সরকার জানায়, ৪৩৯টি জেলায় রেশন শপ এবং অন্য জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সুরক্ষিত চাল বিতরণ করা হচ্ছে। সেই সঙ্গে জোর দিয়ে দাবি করা হয়, এই চালের স্বাস্থ্যগত সুবিধার যথেষ্ট প্রমাণ রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালে স্বাধীনতা দিবসের ভাষণে বলেন, সরকার ২০২৪ সালের মধ্যেই এই সরকারি প্রকল্পের মাধ্যমে সুরক্ষিত চাল বিতরণ করার লক্ষ্য স্থির করেছে।
মহিলা ও শিশুদের মধ্যে রক্তাল্পতার সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 - সহ সুরক্ষিত চাল বিতরণের এই স্কিম চালু করে সরকার।
কংগ্রেসের মুখপাত্র পবন খেরার অভিযোগ, বিশেষজ্ঞ, সরকারি কর্তা, এফএসএসএআই এবং নীতি আয়োগের উপদেষ্টাদের একাধিক সতর্কতা সত্ত্বেও মোদী সরকার খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই ফর্টিফায়েড চাল তৈরি করেছে।
তিনি বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের স্বাধীনতা দিবসে এই ফরটিফায়েড চালের প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ঘোষণা করেছিলেন।
এর তিন দিন পরে, NITI আয়োগের কর্তারা এর পরিকল্পনী করতে শুরু করেন। কিন্তু সেই বছরেরই ২৯ নভেম্বর, নীতি আয়োগের কৃষি বিষয়ক সদস্য রমেশ চাঁদ শিশুদের স্বাস্থ্যের উপর আয়রন-ফর্টিফাইড ভাতের বিরূপ প্রভাব সম্পর্কে কিছু চিকিৎসা বিশেষজ্ঞের উদ্বেগের বিষয়ে উল্লেখ করেন। সেই বিষয়টিই তুলে ধরেন পবন খেরা।
ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর জেনারেলও সেই সময়ে এই প্রকল্পের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগে, জনস্বাস্থ্যের উপর এই চালের প্রভাব সম্পর্কে বিস্তৃত পরামর্শ ও পরীক্ষা প্রয়োজনীয়তার আহ্বান জানিয়েছিলেন। সেই কথাও মনে করিয়ে দেন কংগ্রেস মুখপাত্র।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup