বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi: 'জাতপাতের মাধ্যমে দেশপ্রেমকে পিষে ফেলতে চায় কংগ্রেস', হরিয়ানার সমাবেশে মোদী

Narendra Modi: 'জাতপাতের মাধ্যমে দেশপ্রেমকে পিষে ফেলতে চায় কংগ্রেস', হরিয়ানার সমাবেশে মোদী

হরিয়ানায় ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ANI Photo) (ANI)

হরিয়ানা নির্বাচন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেসের রাজনীতি মিথ্যা প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, কংগ্রেস জাতপাত ও ধর্মের মাধ্যমে দেশপ্রেমকে পিষে ফেলতে চায়। 

হরিয়ানার পালওয়ালে এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, 'কংগ্রেস দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি ইস্যুকে আটকে রেখেছিল। কংগ্রেস অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে দেয়নি। কংগ্রেস জম্মু ও কাশ্মীরে সংবিধানকে পুরোপুরি কার্যকর করতে দেয়নি।  

'ওরা আমাদের বোনেদের সংসদ ও বিধানসভায় সংরক্ষণ থেকে বঞ্চিত করেছে। কংগ্রেস আমাদের মুসলিম বোনেদের তিন তালাক সমস্যায় আটকে রেখেছিল। কংগ্রেস দেশ ও নাগরিকদের সমস্যার সমাধান করেনি, বরং নিজের পরিবার গঠনের জন্য সমস্ত শক্তি ব্যবহার করেছে। 

‘আমি আজ গোটা দেশের কাছে জানতে চাই। কংগ্রেস আজ পর্যন্ত অনেক পাপ করেছে, এখনও সরকার গঠনের স্বপ্ন দেখছে। বিজেপি সমর্থকরা দেশপ্রেমিক। তারা দেশপ্রেমিক জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করে। কংগ্রেস জাতিভেদ প্রচার করে, এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের মোকাবিলা করে দেশ থেকে দেশপ্রেম মুছে ফেলতে চায়।’

জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ডিসেম্বরে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট জয়ের কথা স্মরণ করেন। 

তিনি বলেন, কংগ্রেসের ফর্মুলা কাজ নয়, অন্যকে কাজ করতে দেওয়া নয়। কংগ্রেসের রাজনীতি মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ, অন্যদিকে বিজেপির রাজনীতি কঠোর পরিশ্রম এবং ফলাফল দেখানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। কংগ্রেস কখনও কঠোর পরিশ্রম করে না। 

‘কংগ্রেস ভেবেছিল ১০ বছর কেটে গেছে এবং হরিয়ানার মানুষ এক থালায় তাদের ক্ষমতা পরিবেশন করবে। মধ্যপ্রদেশেও একই ভুল ধারণা কংগ্রেসেরও। মধ্যপ্রদেশের লোগো নে কংগ্রেস কো দিন মে তারা দিখা দিয়া। ’

তিনি বলেন, ‘হরিয়ানায় কংগ্রেসের অন্দরে যে সংঘাত চলছে তা এখানকার মানুষও দেখছেন। কংগ্রেসের প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ দলিত, পিছিয়ে পড়া ও বঞ্চিত সম্প্রদায়ের। দলিত সম্প্রদায়ও সিদ্ধান্ত নিয়েছে যে পিতা-পুত্রের রাজনীতি বাড়ানোর জন্য তারা ঘুঁটি হয়ে উঠবে না।’ 

হরিয়ানায় একক দফায় বিধানসভা নির্বাচনে ৫ অক্টোবর ভোট হবে। ভোট গণনা হবে ৮ অক্টোবর।

(এএনআই ইনপুট সহ)

 

পরবর্তী খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.