বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget Session 2023: বাজেট অধিবেশনে বিজেপিকে টার্গেট করে কংগ্রেসের তুরুপের তাস কী? মুখ খুললেন পবন খেরা

Budget Session 2023: বাজেট অধিবেশনে বিজেপিকে টার্গেট করে কংগ্রেসের তুরুপের তাস কী? মুখ খুললেন পবন খেরা

সংসদ ভবন (Photo by Raj K Raj/ Hindustan Times) 

সদ্য সমাপ্ত হওয়া পুলিশ মিট-এর গোপন নথিকে সামনে রেখে কংগ্রেস দাবি করছে, চিন ভারতের জমির বহু হাজার স্কোয়ার কিলোমিটার দখল রে রেখেছে, যা মানতে নারাজ মোদী সরকার। পবন খেরার প্রশ্ন, ‘ভারত সরকার কি বলবে না যে, কেন ভারতের অধিকারের জমিতে চিনকে অবস্থান করতে দেওয়া হচ্ছে?’ তিনি বলেন,' আমরা দাবি করছি সংসদে এই ইস্যুতে আলোচনা হোক আসন্ন বাজেট অধিবেশনে।'

রাহুল গান্ধী তাঁর বহু বক্তব্যেই দাবি করেছেন যে, চিন ভারতের ২০০০ স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই দাবি নিয়ে বহুবার সংসদে আলোচনা চেয়েছে কংগ্রেস। এবার আসন্ন বাজেট অধিবেশনেও সেই দাবিকে সামনে রেখে আলোচনা চাইছে কংগ্রেস। ডিজিপি-আইজিপি বার্ষিক কনফারেন্সের গবেষণা পত্রকে সামনে রেখে এই জমির দবরদখল নিয়ে বাজেট অধিবেশনে আলোচনা করতে চায় কংগ্রেস। এই বিষয়ে মুখ খোলেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা।

এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের পবন খেরা প্রশ্ন তোলেন, মোদী সরকারকে জানাতে হবে যে তারা চিন নিয়ে সত্যিই ‘ভিত’ নাকি এখনও ‘ভালোবাসেন’ দেশকে। সদ্য সমাপ্ত হওয়া পুলিশ মিট-এর গোপন নথিকে সামনে রেখে কংগ্রেস দাবি করছে, চিন ভারতের জমির বহু হাজার স্কোয়ার কিলোমিটার দখল রে রেখেছে, যা মানতে নারাজ মোদী সরকার। তিনি বলেন, 'ডিজিপি আইজিপি কনফারেন্স মুখোশ খুলে দিয়েছে মোদী সরকারের চিনের প্রতি দুর্বল মনোভাবের।' উল্লেখ্য, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভালের উপস্থিতিতে ওই কনফারেন্সে কিছু এমন তথ্য উঠে এসেছে যা বিজেপির মুখোশ খুলে দিতে পারে, বলে দাবি করছে কংগ্রেস। কংগ্রেসের প্রশ্ন, গালওয়ান সংঘাতের ৩ বছর পর ১৭ পর্বের আলোচনার পরও কেন এখনও স্থিতাবস্থা রক্ষা করা যাচ্ছে না। পবন খেরার প্রশ্ন, ‘ভারত সরকার কি বলবে না যে, কেন ভারতের অধিকারের জমিতে চিনকে অবস্থান করতে দেওয়া হচ্ছে?’ তিনি বলেন,' আমরা দাবি করছি সংসদে এই ইস্যুতে আলোচনা হোক আসন্ন বাজেট অধিবেশনে। ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিপদের মুখে, আমাদের যা সম্ভব তাই করতে হবে, একসঙ্গে একে রক্ষা করতে। অনেক ক্লিনচিট দেওয়া হয়েছে চিনকে, এবার মোদী সরকারকে দিতে স্পষ্ট হতে হবে তিন নিয়ে।' (ভারত-চিনের সেনার আরও সংঘাত কি আসন্ন? বেজিংয়ের কর্মকাণ্ড ঘিরে কোন অশনি সংকেত!)

উল্লেখ্য, সদ্য রয়টার্সের একটি খবরে দাবি করা হয়েছে, চিন যেভাবে সীমান্ত এলাকায় পর পর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, তাতে তিন ভারত আরও সংঘাত লাদাখের বুকে আসন্ন। সেক্ষেত্রেও পুলিশ মিট-এর গোপন তথ্যকে সামনে রেখে এমন খবর উঠে এসেছে। মনে করা হচ্ছে সংঘাত পুরনো প্যাটার্নে না হলেও, হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

বন্ধ করুন