বাংলা নিউজ > ঘরে বাইরে > সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সুযোগ চেয়ে মামলা, কেন্দ্রকে বিবেচনা করার নির্দেশ

সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সুযোগ চেয়ে মামলা, কেন্দ্রকে বিবেচনা করার নির্দেশ

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি। (ANI)

আগামী দুই সপ্তাহের মধ্যে এনিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলেছে দেশের শীর্ষ আদালত। 

এ বছর কোভিডের কারণে অনেক পরীক্ষার্থী সিভিল সার্ভিসের মেন পরীক্ষা দিতে পারেননি। কারণ কোভিডে আক্রান্ত হওয়ার কারণে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তাই পরীক্ষায় বসার সুযোগ চেয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন পরীক্ষার্থীরা। সেই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এনিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলেছে দেশের শীর্ষ আদালত।

কয়েকদিন আগেই সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার জন্য সুপারিশ করেছিল সরকারের কাছে। কমিটির ১১২ পাতার রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি এ এম খানউইলকর, এ এস ওকা এবং সি টি রবিকুমারের বেঞ্চ জানায়, ‘সংসদীয় কমিটির সুপারিশের কথা মাথায় রেখে আমরা এই মামলাটির নিষ্পত্তি করছি। একই সঙ্গে আবেদনকারীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া নিয়ে আবেদন যাতে পুনর্বিবেচনা করা হয় তার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিচ্ছি।’

প্রসঙ্গত, সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষাতে পাশ করার পরেও শুধুমাত্র কোভিডে আক্রান্ত হওয়ার কারণে মেইন পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বেশ কয়েক জন পরীক্ষার্থীকে। সেরকমই ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায়, এরকম কতজন পরীক্ষার্থী কোভিডের কারণে পরীক্ষায় বসতে পারেনি। যদিও কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়ে দেন, ‘এই ধরনের মামলা এর আগে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল।’ মমলাকারীদের আরও দাবি, নির্দিষ্ট বয়স পর্যন্ত সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া যায়। এখন তারা যদি পরীক্ষায় সুযোগ না পান তাহলে সে ক্ষেত্রে আর পরবর্তীকালে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। তাই তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক।

বন্ধ করুন