বাংলা নিউজ > ঘরে বাইরে > গুরুকে ওইভাবে নিয়ে যাওয়া যাবে না, নিষিদ্ধ করা হল তামিলনাড়ুতে, বিতর্ক তুঙ্গে

গুরুকে ওইভাবে নিয়ে যাওয়া যাবে না, নিষিদ্ধ করা হল তামিলনাড়ুতে, বিতর্ক তুঙ্গে

তামিলনাড়ুর রাজ্যপাল সম্প্রতি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে পরিদর্শন করেন। ফাইল ছবি (PTI Photo) (PTI)

মাদুরাই আধিনামের অধিপতি বা গুরু শ্রীল শ্রী হরিহর শ্রী জ্ঞানসম্বন্ধ দেশিকা স্বামীগাল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কাছে আবেদন করে ফের এই প্রথার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন। তাঁর মতে ধর্মীয় ব্যাপারে এভাবে প্রশাসনের হস্তক্ষেপ করাটা ঠিক হচ্ছে না।

তামিলনাড়ুতে সংঘ অধিপতিকে পালকিতে চাপিয়ে ঘোরার যে আচার অনুষ্ঠান তা নিষিদ্ধ করা হয়েছে। এবার তা নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছে। শাসক ও বিরোধীদের মধ্যে তরজা চরমে। এদিকে দ্রাবিড়া কাঝাগামের সভাপতি কে বীরামণি এই ধরণের আচার অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেছিলেন। আগামী ২২শে মে এই অনুষ্ঠান হওয়ার কথা আছে। তবে অনেকের মতে এই ধরনের কর্মসূচি পালন করা মানে তা মানবাধিকার হরণের সমান। এই আচার অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা ধর্মপূরম আধিনাম অর্থাৎ সংঘের প্রধানকে একটি রুপোর সিংহাসনে বয়ে নিয়ে যান। এটি পাট্টিনা প্রবেশম বলেও পরিচিত।

এদিকে গত ২৭ এপ্রিল প্রশানের তরফে নির্দেশ জারি করে এই ধরণের প্র্যাকটিশ বন্ধ করা হয়েছে। তবে ওই অনুষ্ঠানে অন্য কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে প্রশানিক এই নির্দেশে ক্ষুব্ধ সংঘের অন্যান্যরা। এদিকে বহু বছর ধরে এই প্রথা চলে আসছে।

 ইতিমধ্যেই মাদুরাই আধিনামের অধিপতি বা গুরু শ্রীল শ্রী হরিহর শ্রী জ্ঞানসম্বন্ধ দেশিকা স্বামীগাল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কাছে আবেদন করে ফের এই প্রথার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন। তাঁর মতে ধর্মীয় ব্যাপারে এভাবে প্রশাসনের হস্তক্ষেপ করাটা ঠিক হচ্ছে না। এদিকে প্রশাসনের যুক্তি এভাবে রূপোর সিংহাসনে কাউকে চাপিয়ে কেউ বয়ে নিয়ে যাচ্ছে এটা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে অন্তরায়।

এদিকে বিধানসভাতেও প্রধান বিরোধী এআইএডিএমকে জানিয়েছে, এভাবে প্রাচীন প্রথা বন্ধ করা ঠিক নয়। বিজেপিরও দাবি এই নির্দেশ তুলে নিতে হবে।

 

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.