বাড়ির কর্তাদের মদ্যপানের নেশা নিয়ে অনকে সময় দুশ্চিন্তায় থাকেন দেশের বহু বাড়ির মহিলারা। এই অবস্থায় পুরুষদের মদের নেশা ছাড়ানোর জন্য কী করতে হবে? সেই কথা জানাতে গিয়ে নিয়ে উদ্ভট পরামর্শ দিয়ে বসলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা। মন্ত্রীর এমন পরামর্শ সামনে আসতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। হইচই পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে। বিজেপি নেতার এমন মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: ২০ মাসের সন্তানকে মদ ও সিগারেট 'খাওয়াল' মা! ভাইরাল ছবি, আটক তরুণী
কী পরামর্শ দিয়েছেন মন্ত্রী?
মাদক সেবন ও মদ্যপানের কুপ্রভাব এবং নেশামুক্তি নিয়ে ভোপালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, বাড়ির পুরুষদের কীভাবে মদের নেশা দূর করতে হবে তা নিয়ে বাড়ির মহিলাদের পরামর্শ দিতে শোনা যায় মন্ত্রীকে। তিনি মহিলাদের পরামর্শ দেন, তারা যেন তাদের স্বামীদের বলেন যে বাইরে মদ না খেয়ে বাড়িতেই মদ্যপান করা উচিত।
তিনি বলেন, ‘মা-বোনেরা আপনারা যদি চান আপনাদের স্বামীরা মদ্যপানের আসক্তি থেকে মুক্ত হোক, তাহলে প্রথমে তাদের বলুন যেন বাইরে থেকে মদ খেয়ে না আসে। স্বামীদের বলুন, তারা যেন ঘরে মদ নিয়ে আসে এবং আপনাদের সামনে খান। তারা যদি তাদের পরিবারের সামনে পান করেন, তাহলে ধীরে ধীরে তাদের মদ্যপানের প্রবণতা কমে যাবে। আর অবশেষে তারা তাদের স্ত্রী এবং সন্তানদের সামনে মদ্যপান করতে লজ্জা বোধ করবেন। শেষে এভাবেই তারা নেশা ছেড়ে দেবেন।’
এখানেই থেমে না থেকে মন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে আরও বলেন, ‘স্বামীদের মনে করিয়ে দিন যে আপনাদের সন্তানরা তাকে দেখে মদ্যপান শুরু করতে পারে। তাই এই পদ্ধতিটি আপনারা ব্যবহার করে দেখুন। তাহলেই দেখবেন স্বামীরা মদ্যপান ছেড়ে দেবে।
কুশওয়াহার এই মন্তব্য ঘিরে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে মধ্যপ্রদেশে। একজন মন্ত্রী কীভাবে এমন কথা বলতে পারেন? তাই নিয়ে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। দলের মিডিয়া বিভাগের সভাপতি মুকেশ নায়েক মন্তব্য করেছেন, ‘মন্ত্রীর উদ্দেশ্য ঠিক, কিন্তু তাঁর বোঝানোর পদ্ধতিটি ভুল। বাড়িতে মদ্যপান করলে সে ক্ষেত্রে মহিলাদের উপর অত্যাচার আরও বাড়তে পারে। তার উচিত ছিল মানুষকে উপদেশ দেওয়া যে মোটেও মদ্যপান করবেন না।’