Cooking Oil Price: ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা। সেই সঙ্গে বুদ্ধি করে অন্য দেশ থেকে তেল আমদানি। ভোজ্য তেলের সংকটের পরিস্থিতি দ্রুত সামলেছে মোদী সরকার। আর তার ফলে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে তেলের দাম।
তবে এখনও অনেক দোকানে পুরনো MRP দরেই তেল বিক্রি হচ্ছে। ফলে বিভিন্ন দোকান বা ই-কমার্স সাইটে দাম কিছুটা ভিন্ন হবে। তবে আদতে দাম কমে গিয়েছে অনেকটাই। বর্তমানে বাদাম, সর্ষে ও সয়াবিন তেলের দাম কত?
সর্ষের তেল: বর্তমানে ফরচুন কাচ্চি ঘানি সর্ষের তেলের ১ লিটারের পাউচ পাবেন ১৭৩ টাকায়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেলের দাম ১৭৭ টাকা। ব্র্যান্ড হিসাবে ১৭০-১৮০ টাকার মধ্যেই থাকছে দাম।
সয়াবিন তেল: সয়াবিন তেলেরও দাম কিছুটা হ্রাস পেয়েছে। ফরচুন রিফাইন্ড সয়াবিন তেল পাবেন ১৭৬ টাকায়। বাকি ব্র্যান্ডও রয়েছে ১৭৩ থেকে ১৮০ টাকার আশেপাশে।
সূর্যমুখী তেল: সানফ্লাওয়ার অয়েল পাবেন ১৯৩ টাকা প্রতি লিটার দামে। দাম বিভিন্ন ব্র্যান্ড হিসাবে বদলাতে পারে।
বাদাম তেল: ফরচুন, ধারার মতো ব্র্যান্ডেড বাদাম তেল পাবেন ১৮৮ থেকে ১৯৫ টাকা প্রতি লিটার দামে।