বাংলা নিউজ > ঘরে বাইরে > Corbevax for 5 to 11 Years: পাঁচ থেকে ১১ বয়সিদের টিকা? জরুরি ভিত্তিতে কোরবেভ্যাক্স প্রয়োগের সুপারিশ কমিটির

Corbevax for 5 to 11 Years: পাঁচ থেকে ১১ বয়সিদের টিকা? জরুরি ভিত্তিতে কোরবেভ্যাক্স প্রয়োগের সুপারিশ কমিটির

ডিজিসিআইয়ের ছাড়পত্র পেলেই পাঁচ থেকে ১১ বছরের শিশুদের শরীরে কোরবেভ্যাক্স প্রয়োগের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পারভিন কুমার/হিন্দুস্তান টাইমস)

আপাতত ১২ থেকে ১৪ বছরের শিশুদের শরীরে কোরবেভ্যাক্স প্রদান করা হচ্ছে। এবার শর্তসাপেক্ষে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের শরীরেও জরুরি ভিত্তিতে বায়োলজিকাল ই'র করোনাভাইরাস টিকা প্রয়োগের সুপারিশ করল বিশেষজ্ঞ কমিটি। এবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিজিসিআই) ছাড়পত্র লাগবে।

শর্তসাপেক্ষে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের শরীরে প্রয়োগের জন্য কোরবেভ্যাক্সকে জরুরি ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হোক। সুপারিশ করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিসিএসও) বিশেষজ্ঞ কমিটি। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

বিশেষজ্ঞ কমিটির পর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিজিসিআই) ছাড়পত্র লাগবে। সেই ছাড়পত্র পেলেই পাঁচ থেকে ১১ বছরের শিশুদের শরীরে বায়োলজিকাল ই'র কোরবেভ্যাক্স প্রয়োগের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না। তবে এখনও ১২ বছরের নীচে শিশুদের করোনা টিকাকরণ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। আপাতত আপাতত ১২ থেকে ১৪ বছরের শিশুদের শরীরে কোরবেভ্যাক্স প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: XE variant Symptoms among Children: খুদে কি XE কোভিডে আক্রান্ত হয়েছে? কোন কোন লক্ষণ দেখলেই সাবধান হবেন

সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের দ্বিতীয় ডোজের দুই থেকে তিন মাস পরে সুরক্ষা সংক্রান্ত পরিসংখ্যান জমা দিয়েছিল বায়োলজিকাল ই। অন্যান্য বয়সের ক্ষেত্রেও সুরক্ষা সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়েছিল। সেইসঙ্গে ডেল্টা এবং উহান প্রজাতির বিরুদ্ধে কোরবেভ্যাক্সের অনাক্রম্যতা সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল হায়দরাবাদের সংস্থা।

সূত্র উদ্ধৃত করে পিটিআই বলেছে, ‘পাঁচ বছর থেকে ১২ বছরের নীচে স্বেচ্ছাসেবকদের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের ক্নিনিকাল ট্রায়ালের যে অভ্যন্তরীণ তথ্য জমা দেওয়া হয়েছে, তা বেশি বয়সের গোষ্ঠীর সঙ্গে তুলনাযোগ্য মনে করেছে বিশেষজ্ঞ কমিটি। পুরো বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার পর পাঁচ বছরের ঊর্ধ্বে শিশুদের শরীরে জরুরি ভিত্তিতে প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপাতত যে ক্নিনিকাল ট্রায়াল চলছে, সেই সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।’

পরবর্তী খবর

Latest News

নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.