সস্তা হল কোভিড ভ্যাকসিন কোরবেভ্যাক্স। এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম ২৫০ টাকা হয়েছে। উল্লেখ্য, মার্চ মাস থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের যে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি রয়েছে তারমধ্যে এই ভ্যাকসিনটিও রয়েছে। সরকারি কর্মসূচিতে এই ভ্যাকসিনের জাম ১৪৫ টাকা নির্ধারিত হয়েছে। তবে প্রাইভেট কেন্দ্র থেকে তা নিলে বাজারের দামেই তা নিতে হচ্ছিল। সেক্ষেত্রে একধাপে এই ভ্যাকসিনের দাম প্রতি ডোজে ৮৪০ টাকা থেকে কমে গিয়ে হয়েছে ২৫০ টাকা।
ভ্যাকসিনটির দামের কমতি নিয়ে এদিন তথ্য দিয়েছে বায়োলজিক্যাল ই সংস্থা। দামের এই কমতির ফলে যাঁরা এই ভ্যাকসিনের ‘এন্ড ইউজার্স’ তাঁরা এই ভ্যাকসিন ৪০০ টাকা প্রতি ডোজে পেতে চলেছেন। যার মধ্যে থাকবে অ্যাডমিনিস্ট্রেশন চার্জ ও বিভিন্ন কর। একথা জানিয়েছে ভ্যাকসিন নির্মাতা সংস্থা। এর আগে ৮৪০ টাকা প্রতি ডোজের দামের নিরিখে যাবতীয় কর ও অ্যাডমিনিস্ট্রেশন চার্জ মিলিয়ে ‘এন্ড ইউজার্স’দের জন্য দাম পড়ত ৯৯০ টাকা প্রতি ডোজের নিরিখে। তবে এবার থেকে সেই দামে বেশ অনেকটাই কমতি দেখা দিল। মাতৃ দিবস পালন হলে স্ত্রী দিবস কেন নয়! মোদী সরকারের এই মন্ত্রী নয়া দাবিতে সরব
উল্লেখ্য, এই বছরের এপ্রিল মাসে কোরবেভ্যাক্সকে ৫ থেকে ১২ বছর বয়সীদের টিকাকরণের জন্যও অনুমোদন দিয়েছে দেশের ড্রাগ রেগুলেটর প্রতিষ্ঠান। আপৎকালীন ব্যবহারের ক্ষেত্রে এই ভ্যাকসিন পেয়েছে ছাড়পত্র। এই কোরবেভ্যাক্সের নির্মাতা বিই-র সঙ্গে সহযোগিতা রয়েছে টেক্সাস চিল্ড্রেন হাসপাতাল ও বেলর কলেজ অফ মেডিসিনের। এই ভ্যাকসিন বাজারে আনার আগে সংস্থা ফেজ ওয়ান এবং ফেজ থ্রিয়ের ট্রায়ালের বিষয়টি উল্লেখ করেছে।