বাংলা নিউজ > ঘরে বাইরে > Coromandel Express Accident: করমণ্ডল বিভীষিকা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় 'সাম্প্রদায়িক' পোস্ট, সতর্ক করল ওড়িশা পুলিশ

Coromandel Express Accident: করমণ্ডল বিভীষিকা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় 'সাম্প্রদায়িক' পোস্ট, সতর্ক করল ওড়িশা পুলিশ

ভয়াবহ রেল দুর্ঘটনা বালেশ্বরে REUTERS/Adnan Abidi (REUTERS)

কীভাবে অসহায়, দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে হয় তা দেখিয়ে দিয়েছে ওড়িশা। দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস থেকে বেঁচে ফেরা যাত্রীরা বার বার জানিয়েছেন, সেদিন রাতে সবার আগে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয়রা। তারাই একে একে জখমদের উদ্ধার করেছিলেন।

শুক্রবার সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা। মাঝে এতগুলো ঘণ্টা কেটে গিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

তবে রেললাইনের পাশে শুইয়ে রাখা একের পর এক নিথর দেহ। এই ছবি একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। তবে এবার সেই দুর্ঘটনাকে ঘিরে যাতে কোনওভাবেই কোনও গুজব ছড়ানো না হয় তা নিয়ে একেবারে কড়া নির্দেশ দিল ওড়িশা পুলিশ।

ওড়িশা পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, এটা দেখা যাচ্ছে যে কিছু সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে এই মর্মান্তিক দুর্ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।

এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জিআরপি-ওড়িশার পক্ষ থেকে কাজ চলছে। জানিয়েছে ওড়িশা পুলিশ।

ওড়িশা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, কোনও ধরনের মিথ্য়ে, খারাপ উদ্দেশ্য় নিয়ে কোনও কিছু পোস্ট করা থেকে বিরত থাকুন। গুজব ছড়িয়ে যারা সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে চাইছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। হুঁশিয়ারি ওড়িশা পুলিশের।

কীভাবে অসহায়, দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে হয় তা দেখিয়ে দিয়েছে ওড়িশা। দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস থেকে বেঁচে ফেরা যাত্রীরা বার বার জানিয়েছেন, সেদিন রাতে সবার আগে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয়রা। তারাই একে একে জখমদের উদ্ধার করেছিলেন। যুবকরা দলে দলে দাঁড়িয়েছিলেন রক্তের লাইনে। স্থানীয় বহু যুবক ওই রাতেই আহত রেলযাত্রীদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছিলেন। তাঁরা যাতে নিরাপদে যেতে পারেন তার ব্যবস্থা করেছিলেন।

 

তবে এই রেল দুর্ঘটনাকে ঘিরে ইতিমধ্য়েই নানা ধরনের আপত্তিকর পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ। এই পোস্টকে ঘিরে সমাজে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেকারণে এবার এনিয়ে সতর্ক করল ওড়িশা পুলিশ। সেই সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের মিথ্য়ে, খারাপ উদ্দেশ্য় নিয়ে কোনও কিছু পোস্ট করা থেকে বিরত থাকুন। গুজব ছড়িয়ে যারা সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে চাইছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই ধরণের রেল দুর্ঘটনা নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে ওড়িশা পুলিশ।

 

বন্ধ করুন