বাংলা নিউজ > ঘরে বাইরে > Coromandel Express Accident: একই দেহ চাইছে চার পরিবার, কোচবিহারের বডি চলে গেল বিহারে, বিভীষিকার করমণ্ডল

Coromandel Express Accident: একই দেহ চাইছে চার পরিবার, কোচবিহারের বডি চলে গেল বিহারে, বিভীষিকার করমণ্ডল

পরিজনদের খুঁজে পাচ্ছে না পরিবার (AP Photo/Rafiq Maqbool) (AP)

করমণ্ডল যেন ওলটপালট করে দিয়েছে সব কিছুই। আজও রেললাইনের পাশে ব্যাগের অংশ, ভাঙা চুরি। এদিকে যত দিন যাচ্ছে ততই দেহগুলিকে আর চেনা যাচ্ছে না। একেবারে পচে, গলে যাচ্ছে। কিছু চুড়ি, জামাকাপড় দেখে চিনতে হচ্ছে।

দেবব্রত মোহান্তি

ওড়িশায় করমণ্ডল দুর্ঘটনার পরে কয়েকটা দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও প্রিয়জনদের খোঁজ পাচ্ছেন না অনেকেই। হায়দরাবাদের মহম্মদ তনবীর আলম। বড় দাদা ও দুই ভাইপোকে তন্ন তন্ন করে খুঁজছিলেন তিনি। কিন্তু তিনি একজনের দেহকে তাঁর এক ভাইপো বলে চিহ্নিত করেছেন। কিন্তু অপর দেহটিকে তিনি তাঁর ১৪ বছরের অপর ভাইপো বলে দাবি করেছিলেন। কিন্তু ওই দেহটিকে আরও চারজন নিজেদের প্রিয়জন বলে দাবি করেছেন। 

এদিকে কোচবিহারের শিবাকান্ত রায়ের দাবি তাঁর ২২ বছরের ছেলে বিপুল রায়ের দেহটি বিহারের একটি পরিবার নিয়ে চলে গিয়েছে। তিনি বলেন, আমি অরুণাচলে ছিলাম। খবর পেয়ে বিডিয়োর কাছে গিয়ে বলেছিলাম গাড়ি ব্যবস্থা করে দিন। সেটা নিয়ে এলাম। কিন্তু এইমসে এসে শুনলাম আমার ছেলের দেহ দুদিন আগে বিহারের একটা পরিবার নিয়ে চলে গিয়েছে। আমি কী করব এবার? 

করমণ্ডল যেন ওলটপালট করে দিয়েছে সব কিছুই। আজও রেললাইনের পাশে ব্যাগের অংশ, ভাঙা চুরি। এদিকে যত দিন যাচ্ছে ততই দেহগুলিকে আর চেনা যাচ্ছে না। একেবারে পচে, গলে যাচ্ছে। কিছু চুড়ি, জামাকাপড় দেখে চিনতে হচ্ছে। এখনও বিহার, ওড়িশা, বাংলা, ঝাড়খণ্ডের একাধিক পরিবার তাঁদের দেহ পাচ্ছে না। 

ভুবনেশ্বরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার বিজয় অমৃতা কুলাঙ্গে জানিয়েছেন, আমরা ডিএনএ নমুনা পরীক্ষার উপর জোর দিচ্ছি। দিল্লিতে এই পরীক্ষা হয়। ফলাফল পেতে ৭-১০ দিন সময় লাগে। ফলাফল মিলে গেলে আমরা দেহ পরিবারের হাতে তুলে দেব। 

তবে দক্ষিণ ২৪ পরগনার পার্ভেজ লস্কর জানিয়েছেন, এইমসে এসে শুনলাম বাবার দেহ মালদার পরিবার নিয়ে চলে গিয়েছে। একে তো প্রিয়জনকে হারানোর যন্ত্রণা। তারউপর সেই মানুষটাকে শেষবারের মতো দেখার সুযোগও নেই। হাউ হাউ করে কাঁদছেন কোচবিহারের শিবকান্ত রায়। 

ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, এনিয়ে কিছু বলব না। তবে ২০৬টি ডিএনএ নমুনা আমরা রেখেছি। সবগুলি পরীক্ষার জন্য় পাঠানো হবে। 

এদিকে বাহানগাতে যে স্কুলে বডি রাখা হয়েছিল সেখানে ঢুকতে ভয় পাচ্ছে পড়ুয়ারা। অনেকেই দাবি তুলেছে স্কুল ভেঙে নতুন স্কুল করে দিতে হবে। আপাতত স্কুলে পুজোপাট করা হবে। তারপর প্রয়োজনে সবরকম ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন জানিয়েছেন কিছু ঘর মর্গ হিসাবে ব্যবহার করা হয়েছিল। সেক্ষেত্রে প্রয়োজনে স্কুল ভেঙে দেওয়া হবে। 

ঘরে বাইরে খবর

Latest News

পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.