জনতা কার্ফু তাতেও রাস্তায় বেরিয়েছেন যারা, তাঁদের গ...
more
জনতা কার্ফু তাতেও রাস্তায় বেরিয়েছেন যারা, তাঁদের গোলাপ দিয়ে সম্বর্ধনা দিল্লি পুলিশের।
1/8করোনা যুদ্ধে সারা বিশ্ব। যুদ্ধে সামিল হয়ে রবিবার দেশজুড়ে চলছে জনতা কার্ফু। আর এই পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে যারা এখন রাস্তায় বার হচ্ছেন তাঁদের গোলাপ ফুল দিল দিল্লি পুলিশ (ছবি- এএফপি) (AFP)
3/8এখনও সতর্ক না হলে বিপদ আরও বাড়বে। দিল্লি পুলিশের উদ্যোগ ( ছবি-ANI) (AFP)
4/8Policemen offer flowers to the locals out on roads, requesting them to stay at home and observe the countrywide 'Janata Curfew', in New Delhi on Sunday. (ANI Photo) (AFP)
5/8এই অটোওয়ালা বেরিয়েছিলেন রাস্তায়। যদি পান যাত্রী। কিন্তু পেলেন ফুল (ছবি- AFP) (AFP)
8/8শরীর সুস্থ রাখতে প্রতিদিন এই ব্যক্তি সাইকেলিং করেন। কিন্তু করোনা আতঙ্ক উপেক্ষা করে এবং রবিবার জনতা কার্ফু জেনেও এই মহাশয় রাস্তায় বেরিয়েছেন। তাই এনাকে গোলাপ দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে দিল্লি পুলিশ।(ছবি- AFP) (AFP)