বাংলা নিউজ > ঘরে বাইরে > Coronary Stent Cheaper: অত্যাবশ্যক ওষুধের তালিকায় অন্তর্ভুক্তি, এবার সাশ্রয়ী হবে হৃদযন্ত্রের স্টেন্ট

Coronary Stent Cheaper: অত্যাবশ্যক ওষুধের তালিকায় অন্তর্ভুক্তি, এবার সাশ্রয়ী হবে হৃদযন্ত্রের স্টেন্ট

করোনারি স্টেন্টের দাম কমবে এবার (ছবি - টুইটার)

কেন্দ্রের এই পদক্ষেপের পর এখন থেকে এখন করোনারি স্টেন্টের দাম নির্ধারণ করবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

এবার ভারতের অত্যাবশ্যক ওষুধের তালিকা বা ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন (NLEM)-এ অন্তর্ভুক্ত করা হল করোনারি স্টেন্টকে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে জীবনদায়ক এই চিকিৎসা ডিভাইস আরও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, অত্যাবশ্যক ওষুধের তালিকায় স্টেন্টের অন্তর্ভুক্তি নিয়ে পর্যালোচনা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির সুপারিশের প্রেক্ষিতেই স্টেন্টের দাম কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই পদক্ষেপের পর এখন থেকে এখন করোনারি স্টেন্টের দাম নির্ধারণ করবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৮ সালে গঠিত ‘ওষুধ সংক্রান্ত জাতীয় স্ট্যান্ডিং কমিটি’ নিজেদের চূড়ান্ত রিপোর্ট পেশ করে চলতি বছরের ৯ সেপ্টেম্বর। সেই রিপোর্টে সুপারিশ করা হয়েছিল যাতে করোনারি স্টেন্টকে ভারতের অত্যাবশ্যক ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। কমিটির সেই সুপারিশ গ্রহণ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কয়েকবছর আগে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির প্রকাশিত এক রিপোর্টে দেখা গিয়েছিল, রস্তুতকারক সংস্থা থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটর, হাসপাতালের হাত ঘুরে স্টেন্ট যখন রোগীর পরিবারের হাতে এসে পৌঁছয়, তখন এর মূল্য বেড়ে যায় প্রায় ১০ গুণ। স্টেন্ট প্রস্তুতকারক সংস্থা বা ডিলারের পাশাপাশি জীবনদায়ী এই ডিভাইসের থেকে লাভ নিয়ে থাকে হাসপাতালগুলি। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া বিজ্ঞপ্তির ফলে এবার থেকে স্টেন্টের নাম নির্ধারণ করবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

বন্ধ করুন