বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজ্যাভিষেক সম্পন্ন হল রাজা চার্লসের, কোন কোন দেশের দায়িত্ব পেলেন? জানুন অনুষ্ঠানের সব তথ্য

রাজ্যাভিষেক সম্পন্ন হল রাজা চার্লসের, কোন কোন দেশের দায়িত্ব পেলেন? জানুন অনুষ্ঠানের সব তথ্য

রাজ্যাভিষেক সম্পন্ন হল রাজা চার্লসের

Coronation of King Charles: ব্রিটেনের রাজার পদে আসীন হলেন কিং চার্লস। তাঁর রাজ্যাভিষেকের অনুষ্ঠানের সাক্ষী থাকলেন গোটা বিশ্ব। উপস্থিত ছিলেন ১০০টির বেশি দেশের সদস্যরা। উপস্থিত ছিলেন সোনম কাপুর, জগদীপ ধনখড়।

শেষ হল রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠান। রাজ মুকুট পরেছেন তিনি। গোটা ইংল্যান্ড ভাসছে এক অনন্য আবেগে। এবার থেকে ৭০০ বছরের পুরনো সিংহাসনেই বসবেন তিনি। জেনে নিন এই অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন থেকে কী কী হল সবটা।

কতদিন পর রাজ্যাভিষেকের অনুষ্ঠান হল?

১৯০২ সালের পর এবার আবার রাজ্যাভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শেষবার অভিষিক্ত করা হয়েছিল রাজা সপ্তম এডোয়ার্ডকে। এবারে সেই ভূমিকায় কিং চার্লস। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত হয় রাজা চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠান। গত ৯৫০ বছর ধরে সেখানেই আয়োজিত হচ্ছে সম্রাটদের বিশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান।

রাজমুকুটের কাহিনি

গত সেপ্টেম্বরে প্রয়াত হয়েছিলেন চার্লসের মা রানি এলিজাবেথ। তাঁরই উত্তরসূরি হিসাবে সেই চতুর্দশ শতকের সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস। মাথায় উঠল ৩৬০ বছরের প্রাচীন রাজমুকুট। সেন্ট এডওয়ার্ড রাজমুকুট। ইংল্যান্ডের চিরাচরিত প্রথা মেনে এদিন তাঁর মাথায় রাজমুকুট পরানো হয়। রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলিয়াকে রানি হিসাবে মুকুট পরানো হয়। অ্য়াংলিকান চার্চের আধ্যাত্মিক গুরু ধীরে ধীরে রাজমুকুট অর্পণ করেন রাজা তৃতীয় চার্লসকে।

এই অনুষ্ঠানে একটি নয়, সব মিলিয়ে তিনটি মুকুট ছিল। সেন্ট এডওয়ার্ডস ক্রাউন, এটি ১৬৬১ সালে বানানো এই মুকুট। খাঁটি সোনার কাঠামোয় তৈরি এটি। এটিই অনুষ্ঠানের প্রধান মুকুট। এর পরই থাকছে ইমপেরিয়্যাল স্টেট ক্রাউন। সেন্ট এডওয়ার্ড স্যাফায়ার রয়েছে এই মুকুটের একেবারে মাথায়। সঙ্গে রয়েছে ব্ল্যাক প্রিন্স রুবি। এছাড়াও রয়েছে কুইন মেরি’স ক্রাউন। রানি ক্যামিলা এই মুকুটটি পরবেন। এতে রয়েছে তিনটি কালিয়ান হিরে। এবং ২২০০টি সাধারণ হিরে।

সিংহাসনের গল্প

১৩০৮ সালে রাজা দ্বিতীয় এডোয়ার্ডের রাজ্যাভিষেকে সময় ব্যবহার করা হয় এই বিশেষ সিংহাসন। সেখানেই বসলেন রাজা চার্লস। ক্যামিলিয়ার জন্য নির্ধারিত বিশেষ সিংহাসনটি রাজা চার্লসের মা রাণী এলিজাবেথের জন্য ১৯৫৩ সালে নির্মিত হয়। সেই সিংহাসনেই এবার রাণী হিসেবে অভিষেক সম্পন্ন হয় ক্যামিলিয়ার। রাজ্যাভিষেকের অন্য আরেক রীতি চলাকালীন দুজনকে এস্টেট সিংহাসনে বসানো হয়। এই দুটি বিশেষ সিংহাসন ১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জ ও রাণী এলিজাবেথের জন্য নির্মিত হয়েছিল।

কোন কোন দেশের রাজা হলেন চার্লস?

এই দিন ব্রিটেন ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সম্রাট হলেন তৃতীয় চার্লস। কমনওয়েলথ ব্যবস্থা অনুযায়ী, আরও ১৫টি দেশের সম্রাট হলেন তৃতীয় চার্লস। তারা একসময়ের ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিবর্তিত হয়ে আপাতত কমনওয়েলথ নেশন নামে পরিচিত। সম্পূর্ণ স্বাধীন এই দেশগুলি একই রাজাকে রাষ্ট্রের প্রধান হিসেবে মান্যতা দেয়। এই পনেরোটি দেশের সাংবিধানিক প্রধান যেমন রয়েছেন, তেমনই অন্যদিকে রয়েছে সম্পূর্ণ প্রজাতন্ত্র। সম্রাট চার্লস এই দেশগুলিতে মূলত আনুষ্ঠানিক প্রধানের দায়িত্ব পালন করতে চলেছেন। চার্লস রাজা হলে যে যে দেশের আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন, সেই তালিকায় রয়েছে অ্যান্টিগা ও বারবুডা, অস্ট্রেলিয়া, দ্য বাহামাস, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সোলোমন দ্বীপপুঞ্জ, তুভালু ও বিট্রেন যুক্তরাজ্য।

ভারত থেকে কারা কারা উপস্থিত ছিলেন?

সারা বিশ্বের মতো ভারত থেকেই একাধিক অতিথি আমন্ত্রণ পেয়েছেন রাজ্যাভিষেকের রাজকীয় অনুষ্ঠানে। ভারতের তরফে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে স্ত্রী সুদেশ ধনখড়ও রয়েছেন। ভারত সরকারের তরফে তাঁরা এই করোনেশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ছিলেন সোনম কাপুর। তিনি কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব পেয়েছেন। রাজ্যাভিষেকের অনুষ্ঠানে মুম্বইয়ের দুই ডাব্বাওয়ালা তাঁদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ অনুষ্ঠানে রাজাকে উপহার দেওয়ার জন্য তাঁরা একটি পুনেরি পাগড়ি এবং ওয়ারকারি সম্প্রদায়ের তৈরি একটি শাল নিয়ে গিয়েছিলেন। ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাজ্যাভিষেক অনুষ্ঠানে বাইবেলের বই কলোসিয়ান থেকে আবৃত্তি করেন। তিনি এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন আরও একাধিক ভারতীয়।

ঘরে বাইরে খবর

Latest News

আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.