দেশে সামগ্রিক ভাবে করোনা নিযে আতঙ্ক কিছুটা কমেছে৷ ধারাবাহিক ভাবে দৈনিক সংক্রমণ কমার কারণেই আতঙ্ক দূর হচ্ছে এই মারণ ভাইরাস নিয়ে৷ তবে এরই মাঝে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন এসে তৃতীয় ঢেউয়ের শঙ্কা বাড়িয়েছে৷ এরই মাঝে এবার গতকালকের তুলনায় ফের দেশে বাড়ল দৈনিক সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ১৮৯ জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন৷ এর জেরে দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪৭ লক্ষ ৭৯ হাজার ৮১৫৷ এর আগের দিন সংখ্যাটা ছিল ৬ হাজার ৬৫০৷
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৮৭ জন করোনা সংক্রামিত রোগী৷ তার আগের দিন ৩৫৮ জন করোনা সংক্রামিত মারা গিয়েছিলেন৷ এখনও পর্যন্ত দেশে মোট ৪ লক্ষ ৭৯ হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে৷ এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২৮৬ জন৷ দেশে এখন করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ২৩ হাজার ২৬৩৷
এদিকে দেশে এখন দুশ্চিন্তার অপর নাম করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন৷ গতকাল স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল দেশে ওমিক্রন আক্রান্ত ৩৫৮ জন৷ আর গত ২৪ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা পৌঁছেছে ৪১৫-য়৷ পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে সাত হয়েছে৷ কলকাতা মেডিক্যালের কলেজের ইন্টার্ন হিসেবে কাজ করা এক চিকিৎসকের দেহে মিলেছে ওমিক্রন৷ তবে সাম্প্রতিককালে তিনি বিদেশে যাননি৷ আর এতেই আতঙ্ক বেড়েছে রাজ্যে। প্রশ্ন উঠেছে, তবে কি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে রাজ্যে?