বাংলা নিউজ > ঘরে বাইরে > দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫৩, একদিনে ২৯৩ জন করোনা রোগীর মৃত্যু

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫৩, একদিনে ২৯৩ জন করোনা রোগীর মৃত্যু

ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১৮৬ ওমিক্রন আক্রান্ত৷ দেশে মোট ১৪২ কোটি ৪৭ লক্ষ সংখ্যক কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে৷

দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমল আজ৷ স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩৫৮ জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন৷ এর আগের দিন দেশে করোমা সংক্রমিত হয়েছিলেন ৬ হাজার ৫৩১ জন৷ এর জেরে দেশের মোট করোনা কেসের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১৷ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বে়ড়ে দাঁড়িয়েছে ৬৫৩৷ এর আগের দিন সংখ্যাটা ছিল ৫৭৮৷

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৯৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে দেশে৷ এর জেরে দেশে এখনও পর্যন্ত মোট ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জন মারা গিয়েছেন৷ দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫০ জন৷ সুস্থ হয়েছেন ১৮৬ ওমিক্রন আক্রান্তও। দেশে মোট ১৪২ কোটি ৪৭ লক্ষ সংখ্যক কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে৷

এদিকে সোমবারই ওমিক্রন নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ বছর শেষের উৎসবের মরশুমে ভিড় কমাতে প্রয়োজনে স্থানীয়স্তরে বিধিনিষেধ আরোপ করার কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা সব রাজ্যকে চিঠি দিয়ে লিখেছেন, ওমিক্রনের সংক্রমণ ডেল্টার থেকে তিনগুণ বেশি৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কড়াকড়ির পাশাপাশি তিনি কোভিড টেস্টের সংখ্যা বৃদ্ধি, টিকাকরণের উপরও জোর দিতে বলেছেন৷ তাই স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নিয়ম মেনে চলার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন তিনি৷

বন্ধ করুন