বাংলা নিউজ > ঘরে বাইরে > Coronavirus latest update in India: মৃত্যুর নিরিখে চিনকে টপকে গেল ইতালি, ভারতে আক্রান্ত ১৯৫

Coronavirus latest update in India: মৃত্যুর নিরিখে চিনকে টপকে গেল ইতালি, ভারতে আক্রান্ত ১৯৫

ভারতে করোনা আক্রান্ত বেড়ে ১৯৫ (ছবিটি প্রতীকী, সৌজন্য এপি)

দেশের মধ্যে করোনায় প্রকোপে সবথেকে বেশি পড়েছে মহারাষ্ট্র।

ভারতে এখনও করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর)। তাতেও অবশ্য স্বস্তি মিলছে না। কারণ প্রতিদিনই ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন : Coronavirus latest update in India: রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ২, আবারও সেই লন্ডন যোগ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, শুক্রবার সকাল ন'টা পর্যন্ত ভারতে ১৯৫ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জন সুস্থ হয়ে উঠেছেন বা অন্যত্র চলে গিয়েছেন। ১৭১ জনের শরীরে এখনও করোনাভাইরাস আছে। বাকি চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : India against Covid-19: অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে টাস্ক ফোর্স গড়ল কেন্দ্র

দেশের মধ্যে করোনায় প্রকোপে সবথেকে বেশি পড়েছে মহারাষ্ট্র। তিন বিদেশি-সহ সেখানে এখনও পর্যন্ত ৪৭ জনের নমুনায় করোনা পাওয়া গিয়েছে। কেরালায় দুই বিদেশি-সহ ২৮ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। দিল্লি, কর্নাটক ও উত্তরপ্রদেশে যথাক্রমে ১৭, ১৫ ও ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। লাদাখে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। জম্মু ও কাশ্মীরেও করোনার থাবায় আক্রান্ত হয়েছেন চারজন। নয় বিদেশি-সহ তেলাঙ্গানায় ১৬ টি পজিটিভ কেস ধরা পড়েছে।

আরও পড়ুন : চৈত্র নবরাত্রিতে করোনা দমনে প্রধানমন্ত্রী মোদীর নয় অনুরোধ- এক নজরে

এদিকে, ইতালিতে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত সেদেশে ৪১,০৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৫,৩২২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ছুঁয়েছে ৩,৪০৫। যা চিনের থেকেও বেশি। এখনও পর্যন্ত ৩,২৪২ জনের মৃত্যু হয়েছে।

বন্ধ করুন
Live Score