বাংলা নিউজ > ঘরে বাইরে > বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০,০০০, আক্রান্ত পার করল ১০ লক্ষ
মাদ্রিদে এক আক্রান্তকে অ্য়াম্বুল্যান্সে তুলছেন হাসপাতালকর্মীরা। (REUTERS)

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০,০০০, আক্রান্ত পার করল ১০ লক্ষ

ইউরোপ - আমেরিকায় লাগামছাড়া মৃত্যু করোনায়। রাশ টেনেছে এশিয়া, অস্ট্রেলিয়া।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে থামছে না মৃত্যুমিছিল

03 Apr 2020, 01:52:34 AM IST

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াল

১০ লক্ষ পার করল বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা। তবু সংক্রমণ থামার নাম নেই।

02 Apr 2020, 10:27:56 PM IST

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫০,০০০ পার করল

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়াল। এদিনও সব থেকে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিট পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ৭৬০ ছুঁয়েছে। তার পরেই রয়েছে স্পেন। সেখানে বৃহস্পতিবার মৃত ৬১৬ জন। তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মৃত ৫৬৯ জন।

02 Apr 2020, 09:15:19 PM IST

লকডাউন উঠলেও ভারত থেকে সব দেশে চলবে না আন্তর্জাতিক বিমান

লকডাউন উঠলেও আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার ব্যাপারে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লকডাউন উঠলেও সব দেশে চলবে না বিমান। যে সব দেশে করোনার প্রকোপ কম সেই দেশগুলিতেই প্রথমে চালু হবে বিমান। কেন্দ্রের আশঙ্কা, লকডাউন উঠলে দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠবেন প্রবাসীরা। সেক্ষেত্রে আক্রান্ত দেশ থেকে ভারতীয়রা দেশে ফিরলে বাড়বে পারে করোনার প্রকোপ।

02 Apr 2020, 07:26:50 PM IST

তাবলিঘির ৯৬০ বিদেশি সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অফিস : ১৯৪৬ সালের বিদেশ আইন ও ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘনের জন্য তাবলিঘি জামাতের ৯৬০ জন বিদেশি সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা জন্য দিল্লি পুলিশ ও প্রতিটি রাজ্যের ডিজিপিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। একইসঙ্গে তাবলিঘি জামাতের কার্যক্রমে জড়িত থাকার তথ্য পাওয়ার পর ওই ৯৬০ জনকে কালো তালিকাভুক্ত করা হল। ও তাঁদের পর্যটক ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের মন্ত্রক।

02 Apr 2020, 07:16:40 PM IST

দিল্লিতে করোনা আক্রান্ত মার্কাজের ২৯, কর্নাটকে ১১

দিল্লিতে তাবলিঘি জামাতের সদর দফতর মার্কাজের ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কর্নাটকে ১১।

02 Apr 2020, 06:22:02 PM IST

নিজামুদ্দিন যোগ তামিলনাড়ুতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ততদের সংখ্যা

তামিলনাড়ুতে আরও ৭৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ৭৪ জনই দিল্লির নিজামুদ্দিনে অংশ নিয়েছিলেন। রাজ্যে ৩০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬৪ জনের তাবলিগির জমায়েতে গিয়েছিলেন।

02 Apr 2020, 06:19:49 PM IST

কেরালায় আক্রান্ত বেড়ে ২৮৬

কেরালায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২৮৬। আজ আরও ২১ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

02 Apr 2020, 06:18:15 PM IST

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০০

মহারাষ্ট্র : মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৬। মৃত্যু হয়েছে ১৬ জনের। জানাল স্বাস্থ্য দফতর।

02 Apr 2020, 05:37:16 PM IST

উত্তরপ্রদেশে আত্মহত্যা করোনা সন্দেহভাজন ব্যক্তির

উত্তরপ্রদেশ : পশ্চিম উত্তরপ্রদেশের শামলি জেলার একটি হাসপাতালে কোয়ারেন্টাইন ওয়ার্ডে আত্মহত্যা করলেন করোনা সন্দেহভাজন এক ব্যক্তি। তাঁর করোনার উপসর্গ দেখা দিয়েছিল। তদন্ত চলছে। জানালেন জেলাশাসক জসজিৎ কৌর।

02 Apr 2020, 05:34:33 PM IST

অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত আরও ২১

অন্ধ্রপ্রদেশ : রাজ্যে আরও ২১ জনের দেহে করোনা ধরা পড়ল। মোট আক্রান্ত বেড়ে ১৩২।

02 Apr 2020, 05:30:49 PM IST

আগামীকাল সকাল ৯ টায় দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো মেসেজ মোদীর

আগামীকাল সকাব ন'টায় দেশবাসীর উদ্দেশে ছোটো একটা ভিডিয়ো মেসেজ শেয়ার করব। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

02 Apr 2020, 05:29:23 PM IST

দেশে ৯ হাজার জামাত কর্মী ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তি চিহ্নিত, জানাল কেন্দ্র

দেশজুড়ে প্রায় ন'হাজার তাবলিঘি জামাত সদস্য ও তাঁদের সংস্পর্শে আসা লোকদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের কোয়ারেন্টাইন করা হয়েছে। তাঁদের মধ্যে ১,৩০৬ জন বিদেশি। বাকিরা ভারতীয়।

02 Apr 2020, 04:37:32 PM IST

CRPF চিকিৎসকের শরীরে করোনা

দিল্লি : সিআরপিএফের এক চিকিৎসকের দেহে করোনা মিলল। সাকেতের অফিসার্স মেসে থাকেন মুখ্য স্বাস্থ্য অফিসার। মেসের সব অতিথি ও কর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অফিসারকে আইসোলেশন পাঠানো হয়েছে।

02 Apr 2020, 04:27:23 PM IST

জ্বর ছিল! নদিয়ায় নৌকায় ১৪ দিন কোয়ারেন্টাইন বৃদ্ধের

নদিয়ায় নৌকার মধ্যেই নিজেকে কোয়ারেন্টাইন করলেন এক বৃদ্ধ। তিনি বলেন, 'হাবিবপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পর থেকে আমার জ্বর হয়েছে। গ্রামবাসীরা আমায় ঢুকতে দেননি। চিকিৎসকদের পরামর্শ আমি নৌকায় ১৪ দিন কোয়ারেন্টাইনে আছি।'

02 Apr 2020, 04:08:48 PM IST

লকডাউন ভাঙলেই কড়া ব্য়বস্থা, নির্দেশ কেন্দ্রের

লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেোয়ার নির্দেশ দিয়ে সকল রাজ্যে মুখ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।

02 Apr 2020, 03:27:10 PM IST

ধারাভিতে করোনার আক্রান্তের এলাকায় গিয়ে হামলার মুখ পুরকর্মীরা, গ্রেফতার ১

মুম্বই : ধারাভিতে করোনা আক্রান্তের এলাকায় বাড়ি সিল করতে গিয়েছিলেন পুরনিগমের কর্মীরা। তাঁদের উপর হামলা চালানোর জন্য একজনকে গ্রেফতার করল। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭ ও ৮ নম্বর ধারায় মামলা রুজ।

02 Apr 2020, 03:19:16 PM IST

করোনার কবলে দিল্লি AIIMS-এর চিকিৎসক

দিল্লি এইমসের ফিজিওলজি বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল। আরও পরীক্ষা ও চিকিৎসার জন্য তাঁকে নতুন ব্যক্তিগত ওয়ার্ডে ভরতি করা হয়েছে। তাঁর পরিবারের উপর নজর রাখা হবে। এক সূত্রকে উদ্ধৃত করে জানাল সংবাদসংস্থা এএনআই।

02 Apr 2020, 03:15:06 PM IST

টেস্ট-চিহ্নিতকরণের উপর আগামী সপ্তাহগুলিতে নজর রাখতে বললেন মোদী

টেস্ট-চিহ্নিতকরণ-কোয়ারেন্টাইন, আগামী কয়েক সপ্তাহ এই বিষয়গুলির উপর নজর থাকা উচিত বলে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি চিকিৎসা সামগ্রী, ওষুধ তৈরির জন্য কাঁচামাল ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জানাল প্রধানমন্ত্রীর কার্যালয়।

02 Apr 2020, 02:07:12 PM IST

করোনা মোকাবিলায় ভারতের উদ্যোগকে প্রশংসা WHO-র

করোনা মোকাবিলায় ভারতের উদ্যোগের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের তরফে বলা হয়েছে, যাঁরা দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল, তাঁরা ২২.৬ বিলিয়ন ডলারের প্যাকেজের ফলে সুবিধা পাবেন।

02 Apr 2020, 02:00:26 PM IST

প্রেসক্রিপশন দেখালে মিলবে না মদ!

প্রেসক্রিপশনে লেখা থাকলে মদ দেওয়া বলে জানিয়েছিল কেরালা সরকার। তা নিয়ে একাধিক পিটিশন দাখিল করা হয়েছিল। তাতে তিন সপ্তাহের স্থগিতাদেশ দিল কেরালা হাইকোর্ট।

02 Apr 2020, 01:58:10 PM IST

কর্নাটকে নিজামুদ্দিন যোগে আক্রান্ত আরও ১৬

কর্নাটক : নিজামুদ্দিন মার্কাজের জমায়েতে যোগ দেওয়া ৩৬২ জনের নজর রাখা হচ্ছে। বিদারের ২৭ জনের মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত। বাকি ১৬ জনের রিপোর্ট এখনও আসেনি। রাজ্যে মোট আক্রান্ত ১২১। জানালেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী।

02 Apr 2020, 01:48:42 PM IST

করোনা সংক্রমণ রুখতে মুম্বইয়ে সিল ১৯১ এলাকা

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮। এরইমধ্যে সংক্রমণ রুখতে মুম্বইয়ে ১৯১ এলাকা সিল করে দেওয়া হল।

02 Apr 2020, 12:39:31 PM IST

ধারাভিতে আবারও করোনা আক্রান্তের হদিশ, এবার পুরসভার সাফাইকর্মী

ধারাভিতে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ মিলল। বিএমসির ৫২ বছরের এক সাফাইকর্মীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাঁর বাড়ি ওরলিতে। তবে সাফাইয়ের জন্য তিনি ধারাভিতে কর্মরত ছিলেন। তাঁর উপসর্গ দেখা দিয়েছিল। বৃহন্মুম্বই পুরনিগমের কর্তৃপক্ষ তাঁকে চিকিৎসার পরামর্শ দিয়েছিল। তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর পরিবার ও ২৩ জন সহকর্মীকে কোয়ারেন্টাইনের পরামর্শ দেওয়া হয়েছে

02 Apr 2020, 12:19:33 PM IST

করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স মোদীর

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

02 Apr 2020, 11:16:22 AM IST

অরুণাচলে করোনার থাবা, নিজামুদ্দিন যোগে আক্রান্ত ১

অরুণাচল প্রদেশেও এবার করোনাভাইরাসের থাবা। আর তাতে উঠে এল দিল্লির নিজামুদ্দিনের জমায়েতের যোগ। অরুণাচলের স্বাস্থ্য মন্ত্রী আলো লিবং জানান, রাজ্য থেকে সাতজন জমায়েতে যোগ দিয়েছিলেন। বুধবার তাঁদের নমুনা পরীক্ষা হয়। একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

02 Apr 2020, 10:37:19 AM IST

দেশে করোনা আক্রান্ত ২,০০০ ছুঁইছুঁই, মৃত বেড়ে ৫০

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ সকাল ন'টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ১,৯৬৫। মৃত্যু হয়েছে ৫০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৫০ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন।

02 Apr 2020, 10:23:56 AM IST

তেলেঙ্গানায় নিজামুদ্দিনে যাওয়া তিনজনের মৃত্যু

বুধরার রাতে তেলেঙ্গানায় আরও তিন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকই দিল্লির নিজামুদ্দিনে মার্কাজে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'বুধবার যে তিনজনের মৃত্যু হয়েছে ও ৩০ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে, তাঁরা প্রত্যেকেই মার্কাজে গিয়েছিলেন। আগে যে ছ'জন মারা গিয়েছেন, তাঁরাও মার্কাজে গিয়েছিলেন।'

02 Apr 2020, 10:16:06 AM IST

গুজরাতে মৃত্যু আরও এক করোনা আক্রান্তের

গুজরাত : মৃত্যু হল করোনা আক্রান্ত এক প্রৌঢ়ের। ৫২ বছরের ওই ব্যক্তি শ্রীলঙ্কায় গিয়েছিলেন। গত ১৯ মার্চ তাঁকে ভদোদরার এসএসজি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। জানালেন ভদোদরার কালেক্টর এস আগরওয়াল।

02 Apr 2020, 10:13:46 AM IST

মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ৩

মহারাষ্ট্র : রাজ্যে আরও তিনজনের দেহে করোনা ধরা পড়ল। দু'জন পুণ ও একজন বুলধানার বাসিন্দা। মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩৩৮।

02 Apr 2020, 10:12:38 AM IST

হরিয়ানায় মৃত্যু করোনা আক্রান্তের

হরিয়ানা : মৃত্যু হল করোনা আক্রান্ত এক বৃদ্ধের। ৬৭ বছরের আম্বালার ওই ব্যক্তি পিজিআইএমইআরে মারা যান। জানালেন আম্বালার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক কুলদীপ সিং।

02 Apr 2020, 08:20:50 AM IST

আগামী কয়েকদিনে করোনা আক্রান্ত ১০ লাখ ছুঁয়ে ফেলবে, মৃত্যু ৫০,০০০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা : আগামী কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখের গণ্ডি ছুঁয়ে ফেলবে ও বিশ্বজুড়ে ৫০,০০০ মানুষের মৃত্যু হবে।

02 Apr 2020, 08:16:58 AM IST

পঞ্জাবে মৃত্যু করোনা আক্রান্তের

পঞ্জাব : করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বর্ণ মন্দিরের প্রাক্তন হজুরি রাগি জিয়ানি নির্মল সিং। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। জানালেন পঞ্জাবের বিপর্যয় মোকাবিলা বিশেষ মুখ্য সচিব কেবিএস সিধু।

02 Apr 2020, 08:13:42 AM IST

রাজস্থানে করোনার কবলে আরও ৯, আক্রান্ত বেড়ে ১২৯

রাজস্থান : আরও ন'জনের দেহে করোনা ধরা পড়ল। তাঁদের মধ্যে সাতজন রামগঞ্জ, একজন যোধপুর ও ঝুনধুনুর বাসিন্দা। রাজ্যে এখন মোট করোনা আক্রান্ত সংখ্যা ১২৯।

02 Apr 2020, 08:11:45 AM IST

আমেরিকায় করোনা মৃত্যু ৮৮৪, একদিনে সর্বোচ্চ

গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে ৮৮৪ জন মারা গিয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান তুলে জানাল সংবাদসংস্থা এএফপি।

ঘরে বাইরে খবর

Latest News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো সম্পদ বণ্টনের ক্ষেত্রে মার্ক্সবাদী ব্যাখ্যা মেনে চলব না, বলল সুপ্রিম কোর্ট, তবে… আমি WI-কে সমর্থন করব: T20 WC 2024-র জন্য ICC-র দূত হয়েই মনের কথা বললেন বোল্ট বিয়ের আগে ভালোবাসার ইস্তেহার! আদৃতের জন্য বার্তা কৌশাম্বির, ‘তুমিই এখন…’ ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা শ্রীরূপার বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি ‘কংগ্রেস-সিপিএম BJP-র B-টিম'!ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কার উপর নির্ভর,জানালেন অভিষেক 'সলমন মদ পরিবেশনার দায়িত্বে! শাহরুখ, শ্রীদেবীরা তো সকলেই আমার বিয়েতে নেচেছিলেন' ‘মনে হয় সব ছেড়ে বাবার কাছে চলে যাই’, লিখলেন ইরফান-পুত্র বাবিল! সব ঠিক আছে তো? চাকরিতে প্রমোশন, ব্যবসায় বিপুল টাকা লাভ! শুক্র-সূর্যের যুতিতে মেষ সহ লাকি কারা?

Latest IPL News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.