বাংলা নিউজ > ঘরে বাইরে > তেলাঙ্গানায় মৃত ৬, সকলেই উপস্থিত ছিলেন নিজামুদ্দিনের জমায়েতে
করোনা আক্রান্তদের জন্য ইুনিভার্সিটি ক্লিনিকের পাশে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র গড়ল ম্যাসিডোনিয়ার সেনাবাহিনী। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে সোমবার রয়টার্সের ছবি। (REUTERS)

তেলাঙ্গানায় মৃত ৬, সকলেই উপস্থিত ছিলেন নিজামুদ্দিনের জমায়েতে

প্রতি মুহূর্তে বেড়ে চলেছে করোনায় মৃতের সংখ্যা। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ ভারতের।

ইতিমধ্যে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছে। মৃত্যু সংখ্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে কঠোরভাবে লকডাউুনের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সংক্রমণ আটকাতেই এই নির্দেশ।

31 Mar 2020, 07:16:57 AM IST

তেলাঙ্গানায় মৃত ৬

করোনা সংক্রমণে মৃত তেলাঙ্গানার ৬ বাসিন্দাই নিজামুদ্দিনের ধর্মীয় জমায়েতে হাজির ছিলেন বলে জানা গিয়েছে।

31 Mar 2020, 07:16:57 AM IST

অর্থবছরের মেয়াদ বাড়েনি

সংবাদমাধ্যমের একাংশে করোনা সংক্রমণের জেরে ভারতে অর্থবছরের মেয়াদ বাড়ানোর ভুয়ো খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সোমবার এক সরকারি নোটিশে বলা হয়েছে, এমন কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। জানানো হয়েছে, ভারতীয় মাশুল আইনে এই সংক্রান্ত কোনও সংস্কার করা হয়নি।

31 Mar 2020, 07:16:57 AM IST

বাড়ল মৃত্যু

সোমবার বিশ্বজুড়ে Covid-19 এ মৃতের সংখ্যা বেড়ে ৩৫,০০০ ছাড়িয়ে গেল। এর মধ্যে বেশিরভাগই ইউরোপীয় দেশের নাগরিক।

30 Mar 2020, 09:57:34 PM IST

দিল্লিতে বাড়ল আক্রান্ত

দিল্লিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আবার বাড়ল। নতুন ২৫ জনের নমুনা পজিটিভ প্রমাণিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৭।

30 Mar 2020, 08:55:22 PM IST

বিএমসি-র নোটিশ প্রত্যাহার

সমস্ত করোনা রোগীর মৃতদেহ দাহ করতে হবে, বিএমসি-র এই নির্দেশ শেষমেষ প্রত্যাহার করে নিল মহারাষ্ট্র সরকার। নোটিশ জারির কিছুক্ষণ পরেই টুইটারে এই সিদ্ধান্ত জানালেন রাজ্যের মন্ত্রী নওয়াব মালিক।

30 Mar 2020, 08:17:38 PM IST

জম্মু ও কাশ্মীরে আক্রান্তের সংখ্যা ৪৮

জম্মু ও কাশ্মীর : আরও তিনজনের দেহে করোনা ধরা পড়ল। মোট আক্রান্তের সংখ্যা ৪৮।

30 Mar 2020, 08:03:28 PM IST

ধর্ম নির্বিশেষে করোনায় মৃতদের দেহ করতে হবে, নির্দেশ বৃহন্মুম্বই পুরনিগমের

মহারাষ্ট্র : ধর্ম নির্বিশেষে করোনায় মৃতদের দেহ দাহ করা হবে। কবর দেওয়া যাবে না। শেষকৃত্যে পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। কেউ যদি দেহ কবর দিতে চান, তাহলে মুম্বই শহরের বাইরে গিয়ে করতে হবে। জানাল বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)।

30 Mar 2020, 06:55:03 PM IST

কেরালায় আক্রান্ত বেড়ে ২১৩

কেরালা : ৩২ জনের দেহে করোনা অস্তিত্ব মিলল। ১৭ জনের বিদেশ যাত্রা প্রমাণ মিলেছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩।

30 Mar 2020, 06:17:19 PM IST

মুম্বইয়ে মৃত্যু হল এক করোনা আক্রান্তের

মহারাষ্ট্র : মুম্বইয়ে মৃত্যু হল ৮০ বছরের এক ব্যক্তির। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১৬। ৩৯ জনকে ছাড়া হয়েছে। ১০ জনের মৃত্যু হয়েছে।

30 Mar 2020, 06:14:19 PM IST

করোনা পরিস্থিতি বন্দিদের জেল থেকে ছাড়ল মধ্যপ্রদেশ সরকার

মধ্যপ্রদেশ সরকার : ৬০ দিনেক জরুরি প্যারোলে ৫,০০০ দণ্ডিতকে ছাড়া হচ্ছে। বিচারাধীন আরও ৩,০০০ বন্দিকে ৪৫ দিনের অন্তবর্তীকালীন জামিনে ছাড়া হচ্ছে। আগামী দু'দিনে তা হবে।

30 Mar 2020, 06:11:21 PM IST

ধর্মীয় জমায়েতে পর অনেকে করোনা উপসর্গ, দিল্লির নিজামুদ্দিন এলাকা ঘিরল পুলিশ

ধর্মীয় জমায়েতে যাওয়ার পর অনেকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। সেজন্য দিল্লির নিজামুদ্দিন এলাকা ঘিরে দিল পুলিশ।

30 Mar 2020, 04:55:54 PM IST

জরুরি পরিষেবার কর্মীদের স্বাস্থ্য বিমা ৫ থেকে বাড়িয়ে ১০ লাখ করল রাজ্য

জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তা বাড়িয়ে ১০ লাখ করা হল। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

30 Mar 2020, 04:34:03 PM IST

দেশে স্টেজ থ্রি শুরু হয়নি, জল্পনা উড়িয়ে জানাল কেন্দ্র

একটি মহল থেকে জল্পনা চলছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সাফ জানিয়ে দিল, দেশে এখনও স্থানীয় সংক্রমণ চলছে। স্টেজ থ্রি'তে পৌঁছায়নি ভারত।

30 Mar 2020, 03:42:20 PM IST

তামিলনাড়ুতে আরও ১৭ জনের শরীরে করোনা

তামিলনাড়ুতে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলল।

30 Mar 2020, 03:41:23 PM IST

রাজস্থানে করোনা আক্রান্ত ৬০

রাজস্থানে করোনা আক্রান্ত ৬০ জন। সবথেকে বেশি প্রকোপ ভিলওয়ারায়। সেখানে ২৫ জন আক্রান্ত হয়েছেন।

30 Mar 2020, 03:33:36 PM IST

জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত আরও ৪

জম্মু ও কাশ্মীর : আরও চারজনের দেহে করোনা ধরা পড়ল। দু'জন শোপিয়ান ও দু'জন শ্রীনগরের বাসিন্দা। প্রত্যেকেই করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন।

30 Mar 2020, 02:48:26 PM IST

যোগী রাজ্যে শ্রমিকদের 'রাসায়নিক স্নান' করানোর অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস জেলাশাসকের

ভিনরাজ্য থেকে উত্তরপ্রদেশে আগত পরিযায়ী শ্রমিকদের উপর জলের সঙ্গে জীবাণুনাশক মিশিয়ে ছেটানোর অভিযোগ উঠল। অনেকের অভিযোগ, শ্রমিকদের 'রাসায়নিক স্নান' করানো হয়েছে। দমকল বিভাগের এক কর্মী জানান, দলের সঙ্গে সোডিয়াম হাইপোক্লোরাইট (তরল ব্লিচ) মেশানো ছিল। আর তা প্রশাসনের নির্দেশে করা হয়েছে। বিষয়টি নিয়ে বরেলীর জেলাশাসক বলেন, এই বিষয়ে কিছু জানি না আমি। বিষয়টি দেখছি।'

30 Mar 2020, 02:40:21 PM IST

মুর্শিদাবাদ মেডিক্যালে ৩ ভেন্টিলেশন মেশিন দিলেন অধীর

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিনটি ভেন্টিলেশন মেশিন দিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

30 Mar 2020, 02:32:14 PM IST

পুণেতে মৃত্যু করোনা আক্রান্তের, মহারাষ্ট্রে মৃত বেড়ে ৯

পুণেতে মৃত্যু হল এক করোনা আক্রান্ত ব্যক্তির। গত ২৪ মার্চ তাঁর শরীরে করোনা ধরা পড়ে। তারপর থেকে তাঁর অবস্থা সংকটজনক ছিল। আজ তাঁর মৃত্যু হয়। লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস-সহ একাধিক রোগে ভুগছিলেন ৫২ বছরের ওই ব্যক্তি। এর ফলে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। পুণে জেলায় করোনায় মৃত্যুর ঘটনা প্রথম।

30 Mar 2020, 02:28:06 PM IST

বিচারাধীন বন্দিরে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর কেরালা হাইকোর্টের

করোনাভাইরাসের জেরে যে বন্দিদের বিচার চলছে ও রিমান্ড অভিযুক্তদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করল কেরালা হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তা কার্যকর হবে।

30 Mar 2020, 01:24:04 PM IST

পরিযায়ী শ্রমিকদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন্দ্রের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

দেশজুড়ে লকডাউনের মাঝে পরিযায়ী শ্রমিকদের খাদ্য, জল ও বাসস্থানের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন আলাক অলোক শ্রীবাস্তব। সেই শুনানির সময় সলিসিটর জেবারেল তুষার মেহতা জানান, সবরকমের পদক্ষেপ করা হয়েছে। তাতে সুপ্রিম কোর্টে নির্দেশ, এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে।

30 Mar 2020, 01:04:38 PM IST

দিল্লির হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে ভরতি হলেন ৮৫ জন

করোনা আক্রান্ত সন্দেহে প্রায় ৮৫ জন গত রাতে দিল্লির লোক নায়েক হাসপাতালে ভরতি হয়েছেন। হাসপাতালে এখনও পর্যন্ত ১০৬ জন করোনা আক্রান্ত সন্দেহে ভরতি আছেন।

30 Mar 2020, 01:02:42 PM IST

সতর্কতা আবরণী পরে সচেতনতা বাড়াতে রাস্তায় মন্ত্রী

পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরে রাস্তায় বেরোলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মাইকে করে লকডাউনের সময় আমজনতাকে বাড়িতে থাকার আর্জি জানালেন তিনি।

30 Mar 2020, 10:46:12 AM IST

ভারতে আক্রান্ত বেড়ে ১,০৭১

ভারতে করোনা আক্রান্ত বেড়ে হল ১,০৭১। ৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ২৯ জনের। একজন অন্যত্র চলে গিয়েছেন। আজ সকাল সাড়ে ১০টায় পর্যন্ত এই হিসেব দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

30 Mar 2020, 10:35:52 AM IST

লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই, দাবি ক্যাবিনটে সচিব

জল্পনা ছড়িয়েছে, লকডাউন আরও বাড়ানো হতে পারে। তবে তা গুজব বলে উড়িয়ে দিল কেন্দ্র। একটি সংবাদসংস্থাকে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন, 'এরকম রিপোর্ট দেখে আমি অবাক। লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।'

30 Mar 2020, 09:37:44 AM IST

দিনের শুরুতেই সেনসেক্স নামল ১,০০০ পয়েন্টের বেশি, নিফটি পড়ল ৩ শতাংশ

দিনের শুরুতেই পতন শেয়ার বাজারে। সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্টের বেশি। নিফটি নামল তিন শতাংশ।

30 Mar 2020, 07:39:45 AM IST

হাসপাতাল থেকে পালানোয় ২ করোনা আক্রান্তের বিরুদ্ধে দায়ের অভিযোগ

মধ্যপ্রদেশে : গত শুক্রবার ইন্দোরের এমআরটিবি হাসপাতাল থেকে পালিয়েছিলেন দুই করোনা আক্রান্ত। তাঁদের চিহ্নিত করে রবিবার হাসপাতাল ফিরিয়ে আনা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

30 Mar 2020, 07:39:45 AM IST

আগামী ২ সপ্তাহে মৃত্যুর হার সর্বাধিক হবে, সতর্কতা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প : আগামী দু'সপ্তাহে মৃত্যুর হার সম্ভবত শিখরে থাকবে। তাই আগামী দু'সপ্তাহ ও সেই সময়ে সবাইকে কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে।

ঘরে বাইরে খবর

Latest News

LIVE: RG কর কাণ্ডে কতজন অভিযুক্ত? আজ সুপ্রিম কোর্টে জানাবে CBI? শুরু হল শুনানি RG Kar নিয়ে ‘উৎসব বন্ধ’র ডাক!এর মাঝে TMC-র শ্রেয়া পাণ্ডর গণেশ পুজোয় দেব-রুক্মিণী 'পছন্দ হল?' হংকংয়ে পুরুষ নার্সের গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টার অভিযোগ সন্দীপের নামে DPL T20 চ্যাম্পিয়ন ইস্ট দিল্লি রাইডার্স!রুদ্ধশ্বাস ফাইনালে দঃ দিল্লি হারল ৩ রানে প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, ‘দরকারে…’ ‘‌গোটা দেশ এই ঘটনায় উদ্বিগ্ন’‌, আরজি কর হাসপাতাল কাণ্ডে মুখ খুললেন মোহন ভাগবত ছুটে আসছে ট্রেন, রেল লাইনে রাখা গ্যাস সিলিন্ডার! পরিকল্পনা করে ‘দুর্ঘটনার ছক’ আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া… ৫১টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.