করোনায় মৃতের সৎকার ঘিরে নিমতলায় উত্তেজনা
সোমবার দুপুর ৩.৩০ মিনিটে মৃত্যু হয় করোনাভাইরাস আক্রান্ত দমদম নিবাসী প্রাক্তন রেলকর্মীর। রাতে সরকারি ব্যবস্থায় তাঁর দেহ সৎকার করতে নিমতলা ঘাট শ্মশানের সামনে পৌঁছলে প্রবেশের মুখেই শবযাত্রীদের বাধা দেন নিমতলার বাসিন্দাদের একাংশপুলিশকর্তারা অনেক বোঝানোর চেষ্টা করলেও মানতে চাননি স্থানীয়রা। উলটে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বিক্ষুব্ধদের।।
Covid-19 আক্রান্ত বেড়ে ৪৬৮
সোমবার রাতে ফের এক করোনা আক্রান্তের খবর পাওয়া গেল মহারাষ্ট্র থেকে।
লকডাউনের আওতায় ৫৪৮ জেলা
দেশের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৪৮টি জেলায় লকডাউন জারি করা হল, জানিয়েছে প্রেস ইনফর্মেশন ব্যুরো। এ ছাড়া উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও ওডিশায় আংশিক লকডাউন জারি হয়েছে। আংশিক লকডাউন জারি হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চ লাক্ষাদ্বীপেও। সিকিম ও মিজোরাম এখনও লকডাউন জারি করেনি।
দ্রুত হারে বাড়ছে সংক্রমণ, জানাল WHO
লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের হার, সোমবার জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান।
স্থগিত হল পার্ক সার্কাসের সিএএ-এনআরসি বিরোধী অবস্থান
করোনা সংক্রমণে লকডাউনের জেরে কলকাতার পার্ক সার্কাসে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন আপাতত স্থগিত রাখা হল। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বিক্ষোভ অবস্থান চালু হবে। সোমবার রাতে এই ঘোষণা করলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা মহম্মদ শফিক কাসমি।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল
দেশে করোনা আক্রান্ত বেড়ে ৪৬৭
হিমাচলে তিব্বতি শরণার্থীর মৃত্যুর জেরে ভারতে Covid-19 সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছল আটে। দেশে মোট আক্রান্ত আপাতত ৪৬৭ জন, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
হিমাচল প্রদেশে মৃত্যু আরও এক করোনা আক্রান্তের
হিমাচল প্রদেশের তান্দায় আজ ৬৯ বছরের তিব্বতি শরণার্থীর মৃত্যু হয়েছিল। তাঁর করোনা রিপোর্ট এসেছে। গত ১৫ মার্চ আমেরিকা থেকে ফিরেছিলেন। জানালেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) আর ডি ধীমান।
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে ৯৭
মহারাষ্ট্র : স্বাস্থ্য দফতরের জনসংযোগ আধিকারিক জানান, রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭।
আরও সাবধনতা নিন, অসতর্কতা একদম নয়, টুইট মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : আরও সাবধনতা নিন, অসতর্কতা একদম নয়। আতঙ্ক ছড়ানো করোনাভাইরাস সংক্রান্ত ভুয়ো তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে আর্জি জানিয়েছি।
এবার লকডাউন কেরালায়
তালাবন্ধ হল আরও একটি রাজ্য। আজ রাত থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত কেরালায় রাজ্যজুড়ে পুরোপুরি লকডাউন থাকবে। রাজ্যের সব সীমান্ত বন্ধ থাকবে। গণ পরিবহন বন্ধ থাকবে। রাজ্যের সমস্ত ধর্মীয় স্থানও খোলা হবে না। ওষুধ দোকান ছাড়া অন্যান্য দোকান সকাল সাতটা থেকে বিকেল পাঁচটার বেশি খুলে রাখা যাবে না।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩৩
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।
মহারাষ্ট্রে জারি কার্ফু
মহারাষ্ট্র : রাজ্যজুড়ে কার্ফুর ঘোষণা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। সব জেলার সীমান্ত সিল করা হয়েছে। আন্তঃজেলা পরিবহনও বন্ধ থাকবে। সব জরুরি পরিষেবা ও তার পরিবহন হবে। তবে কিছু বিধিনিষেধ চাপানো হবে।
আজ মধ্যরাত থেকে বন্ধ ঘরোয়া উড়ান, সিদ্ধান্ত কেন্দ্রের
আজ মধ্যরাত থেকে ঘরোয়া উড়ান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্র। একটি বিবৃতি জারি করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়, আজ মধ্যরাত থেকে অন্তর্দেশীয় উড়ান পরিষেবা বন্ধ থাকবে। বিমান সংস্থাগুলিকে এমনভাবে উড়ানের পরিকল্পনা করতে হবে যাতে তাদের উড়ান আজ মধ্যরাতের আগে তা অবতরণ করে যায়। তবে কার্গো বিমান চলবে।
রাজ্যে মৃতের সৎকারের ক্ষেত্রে কড়া সতর্কতার নির্দেশ মুখ্যমন্ত্রীর
করোনায় মৃতদের বিশেষ সৎকার করোনায় মৃত ব্যক্তির দেহ বিশেষ সংক্রমণরোধী ব্য়াগে দেওয়া হবে। দ্রুত সৎকারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কুয়ালামপুর থেকে আজ দেশে ফিরতে পারেন আটকে থাকা ভারতীয়রা
স্বাস্থ্য মন্ত্রক : কুয়ালামপুরে যাঁরা রয়েছেন, তাঁরা আজ সন্ধ্যা ন'টা পর্যন্ত দেশে ফিরে আসবেন বলে মনে হচ্ছে।
করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক মমতার
করোনাাভাইরাস পরিস্থিতি নিয়ে নবান্নে সর্বদলীয় বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রয়েছেন সিপিআই(এম) পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু।
পশ্চিমবঙ্গে প্রথম করোনায় মৃত্যু
করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গে প্রথম মৃত্যু হল। হৃদরোগে ওই ব্যক্তি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন। এর ফলে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।
করোনার জটিল ক্ষেত্রে ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগের সুপারিশ টাস্ক ফোর্সের
অত্যন্ত জটিল ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন (কয়েকটি ম্যালেরিয়া রোগের ওষুধ) ব্যবহারের সুপারিশ করল করোনার জন্য আইসিএমআর গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্স
অর্থবিল পাশের পর অনির্দিষ্টকালের জন্য মুলতুবি লোকসভা, একই পথে রাজ্যসভাও
কোনও আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাশ হয়ে গেল ২০২০ সালের অর্থবিল। আর তারপরই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা। সোমবারের পর মুলতুবি করা হয়ে যাবে রাজ্যসভার অধিবেশন।
কলকাতায় সমস্ত উড়ান পরিষেবা বন্ধের আর্জি জানিয়ে মোদীকে চিঠি মমতার
কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান পরিষেবা বন্ধের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সত্যিই উদ্বিগ্ন যে ভারত সরকার এখনও উড়ান পরিষেবায় ছাড় দিচ্ছে। ফলে লকডাউন ও কোয়ারেন্টাইন নিয়মের ভঙ্গ হচ্ছে। সামাজিক দূরত্বের প্রস্তুতি ছাড়া আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে রাজ্যে (পরিস্থিতি) নিয়ন্ত্রণ করছি। '
গৃহবন্দির নিয়ম ভাঙায় চারজনের বিরুদ্ধে দায়ের অভিযোগ
গৃহবন্দির নিয়ম ভাঙায় চারজনের বিরুদ্ধে দায়ের অভিযোগ করল ওড়িশা সরকার। কটকে আমেরিকা ফেরত এক ব্যক্তি, ভুবনেশ্বরে এক দম্পতি ও সম্বলপুরে উজবেকিস্তান ফেরত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
গোষ্ঠী সংক্রমণ হয়নি এখনও, দাবি মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে : আমি পরিষ্কার করে দিতে চাই যে, আমরা গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে ঢুকিনি। মুম্বইয়ে ১৪ ও পুণেতে একটি নতুন কেস-সহ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৮৯।
বন্ধ শিয়ালদহ স্টেশনে ঢোকা ও বেরোনোর রাস্তা
আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত বাতিল সব যাত্রীবাহী ট্রেন। তাই বন্ধ শিয়ালদহ স্টেশনে ঢোকা ও বেরোনোর রাস্তা।
চারশো ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্য়াল রিসার্চের (আইসিএমআর) জানিয়েছে, সোমবার সকাল ১০টা পর্যন্ত দেশে ৪১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৭,৪৯৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে।
লকডাউনে নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা, নির্দেশ কেন্দ্রের
রাজ্যগুলিকে কঠোরভাবে লকডাউন বজায় রাখার নির্দেশ দিল কেন্দ্র। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ।
মুম্বইয়ে মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধের
বৃহন্মুম্বই পুরনিগমের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফিলিপিন্সের ওই ব্যক্তির করোনা রিপোর্ট প্রথমে পজিটিভ এসেছিল। পরে তা নেগেটিভ আসে। গতরাতে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিবৃতিতে বলা হয়েছে, 'তাঁর শ্বাসকষ্ট বা অ্যাজমা ও ডায়াবেটিস ছিল। উপসর্গ নিয়ে গত ১৩ মার্চ তিনি হাসপাতালে ভরতি। তাঁর কিডনি ফেলিয়ারো ও শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। ' এর ফলে মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।
করোনা আতঙ্কে শেয়ার বাজারে রক্তক্ষরণ, বন্ধ বাজার
বাজার খুলতেই ধস নামল বাজারে। ২৫৩২.৭৪ পয়েন্ট পড়ল সেনসেক্স। প্রায় ১০ শতাংশ পড়ল সেনসেক্স। তার জেরে ৪৫ মিনিট বন্ধ হয়ে গেল বাজার।
মুম্বইয়ে মৃত্যু এক বৃদ্ধের, করোনায় কিনা ধন্দ
মুম্বই : প্রাথমিকভাবে করোনা ধরা পড়েছিল ৬৮ বছরের এক ফিলিপিন্সের নাগরিকের শরীরে। পরেই অবশ্য সেই রিপোর্ট নেগেটিভ আসে। রবিবার মৃত্যু হয়েছে তাঁর। তাঁকে কস্তুরবা হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর কিডনি ফেলিয়োর হয়। পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে ৮৯
ক্রমশ খারাপ হচ্ছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যেআরও ১৫ জনের দেহে করোনা মিলেছে। এর ফলে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৮৯।
দেশজুড়ে করোনা আক্রান্ত বেড়ে ৩৯৬
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত দেশে করোনার মোট সংক্রমণ ছিল ৩৬০। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্য়াল রিসার্চের (আইসিএমআর) হিসেবে তা ইতিমধ্যে ৩৯৬ ছুঁয়ে ফেলেছে। রবিবার করোনায় আক্রান্তের সংখ্যা একলাফে ৮১ বেড়েছে।
করোনা সংক্রমণ রুখতে তালাবন্ধ দেশের ৮২ জেলা
দেশের ১৭ টি রাজ্যের ৮২ টি জেলায় শুরু হয়েছে লকডাউন। আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে তা। তবে সোমবার বিকেল পাঁচটা থেকে আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত তালাবন্ধ থাকবে পশ্চিমবঙ্গে ২২ টি জেলা। ছ'টি জেলা পুরো তালাবন্ধ থাকবে। বাকি জেলাগুলিতে মূলত পুরসভা এলাকায় লকডাউন চলবে।