বাংলা নিউজ > ঘরে বাইরে > বাতাসে করোনা ছড়াতে পারে ১৩ ফিট দূরেও, সমীক্ষার রিপোর্টে অপরিহার্য মাস্ক

বাতাসে করোনা ছড়াতে পারে ১৩ ফিট দূরেও, সমীক্ষার রিপোর্টে অপরিহার্য মাস্ক

হাঁচি, কাশি অথবা কথা বলার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে জীবাণু।

বাতাসে জলকণাবাহিত করোনাভাইরাস ৮ থেকে ১৩ ফিট পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে, জানালেন গবেষকরা।

বাতাসে জলকণাবাহিত করোনাভাইরাস ৮ থেকে ১৩ ফিট পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এই কারণে মাস্ক ব্যবহার অপরিহার্য ঘোষণা করলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস-এর গবেষকরা।

করোনা অতিমারীর শুরু থেকেই জানা গিয়েছে, শ্বাস-প্রশ্বাসের কারণে বাতাসে ভেসে থাকা জলকণার মাধ্যমেই করোনাভাইরাস সংক্রমণ ঘটে। হাঁচি, কাশি অথবা কথা বলার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এই জীবাণু।

বেঙ্গালুরুর গবেষকরা বাতাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার গতি-প্রকৃতি বুঝতে একটি মডেল তৈরি করেছেন। মডেলে একজন করোনা আক্রান্ত ব্যক্তির শরীর থেকে বের হওয়া জলকণার সঙ্গে তুলনা করা হয়েছে এতক সুস্থ ব্যক্তির দেহ থেকে বেরোনো জলকণা। 

কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্বেতপ্রভ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষায় দেখা হয়েছে বাতাসে কতক্ষণ টিকে থাকতে পারে এই জলকণা, কত দূর তারা ছড়িয়ে যেতে পারে এবং কেমন আকৃতি নিয়ে কত সময় তারা বাতাসে ভেসে বেড়াতে পারে। তবে গবেষকরা জানিয়েছেন, জলকণার টিকে থাকা এবং সফর সময় অনেকটাই নির্ভর করে হাওয়ার গতি, কম্পন ইত্যাদি বেশ কিছু বিষয়ের উপরে।

আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অভিষেক সাহা জানিয়েছেন, ‘হাওয়ায় গতি না থাকলে সাধারণ অবস্থায় প্রতিটি জলকণা বাতাসে মিলিয়ে যাওয়ার আগে ৮ থেকে ১৩ ফিট পর্যন্ত সফর করতে পারে।’

এই গবেষণার পরে পরিষ্কার হয়েছে যে, সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব ৬ ফিটের চেয়ে বেশি রাখা জরুরি। এ ছাড়া সবচেয়ে দূর পর্যন্ত উড়ে যাওয়া জলকণার আকার দেখা গিয়েছে ১৮-৫০ মাইক্রন। এই কারণে সংক্রমণ রুখতে মাস্ক অপরিহার্য হয়ে উঠেছে। 

পাশাপাশি, গবেষণার ফলের উপরে ভিত্তি করে আনলক পর্বে ভারতে অফিস-বাজার সহ প্রকাশ্য স্থানে পূর্ব নির্ধারিত সামাজিক দূরত্ব বিধি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রক কোনও নতুন ঘোষণা করে কি না, সেটাই দেখার। 

 

বন্ধ করুন