দেশে একধাক্কায় করোনাভাইরাস আক্রান্ত বৃদ্ধির জন্য তাঁদেরই অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। অথচ করোনা পরীক্ষার জন্য হাসপাতালে ভরতি হতে চাইছেন না তাবলিঘি জামাতের জমায়েতে যোগ দেওয়া অনেক ব্যক্তি। এমনটাই অভিযোগ করলেন দিল্লির লোক নায়েক হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা জে সি প্যাসে।
আরও পড়ুন : অভব্য নিজামুদ্দিনের আক্রান্তরা, চিকিৎসকদের গায়ে থুতু ছিটিয়ে গালিগালাজ
বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই-কে প্যাসে জানান, লোক নায়েক হাসপাতালে করোনা সন্দেহে ২১৬ জন ভরতি আছেন। তাঁদের মধ্যে ১৮৮ জনই জামাতের জমায়েতে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, 'দলটির (তাবলিঘি জামাত) ২৪ জনের মধ্যে ২৩ জনের রিপোর্ট পজিটিভ পেয়েছি। এটা উদ্বেগজনক।'
প্যাসের অভিযোগ, এতজন করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও অনেকেই স্বাস্থ্য পরীক্ষায় বাধা দিচ্ছেন। লোক নায়েক হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তার কথায়, 'ওদের অনেকে (তাবলিঘি জামাতের জমায়েতে যোগ দেওয়া সদস্যরা) পরীক্ষার বিরোধিতা করছেন। ওঁরা বলছেন, (হাসপাতালে) ভরতি হওয়ার প্রয়োজন নেই। তাই আমাদের যে কর্মীরা বিপদের মুখে কাজ করছেন, তাঁদের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ওঁদের যে তিনটি ব্লকে রাখা হয়েছে, সেখানে পুলিস মোতায়েন করা হয়েছে।'