দক্ষিণ এশিয়াজুড়ে করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের মাঝে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনের উৎসবে যোগ দিতে প্রস্তাবিত বাংলাদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার করোনাভাইরাসে আক্রান্তের প্রথম তালিকা প্রকাশ করে ঢাকা। জানা গিয়েছে, সম্প্রতি ইতালি থেকে ফেরা তিন বাংলাদেশি নাগরিকের শরীরে Covid-19-এর উপস্থিতি ধরা পড়েছে। সংক্রমণ রুখতে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মজয়ন্তীর অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার।
উৎসব কমিটির চেয়ারম্যান কামাল আবদুল চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা অনুষ্ঠানের দিনক্ষণ পিছিয়ে দিয়েছি। সারা বছর ধরেই উৎসব চলবে, কিন্তু বিপুল জনসমাগম এড়িয়ে যাওয়ার বিষয়ে আমরা চিন্তা করছি। বছরের পরবর্তী ভাগে বেশ কিছু ছোটখাটো অনুষ্ঠান আয়োজিত হবে, বিদেশি অতিথিরা চাইলে পরেও উৎসবে অংশগ্রহণ করতে পারেন।’
জানা গিয়েছে, ভাইরাস আতঙ্কের জেরে ১৭ মার্চের অনুষ্ঠানে জনসমাগম ছাড়াই উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাইরাস আতঙ্কের উপরে চলতি মাসের গোড়ায় ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনাও বাতিল করেছে প্রধানমন্ত্রী মোদীর দফতর।