
Coronavirus vaccine update-দুটি পুরো ডোজে বেশি কার্যকর টিকা, জানাল অক্সফোর্ড
১ মিনিটে পড়ুন . Updated: 18 Dec 2020, 10:11 AM IST- ভারতে এই টিকাটি নিয়ে আসছে সেরাম ইনস্টিটিউট
অক্সফোর্ডের করোনা টিকার দুটি পুরো ডোজ দিলে অনেক বেশি ভালো ফল পাওয়া যাচ্ছে প্রথমে একটি ডোজ ও পরে অর্ধেক ডোজ নেওয়ার থেকে। এই কথা বিশ্ববিদ্যালয় জানিয়েছে বৃহস্পতিবার। অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একযোগে এই টিকা প্রস্তুত করেছে অক্সফোর্ড। ভারতে এই টিকাটি নিয়ে আসছে সেরাম ইনস্টিটিউট।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অবশ্য জানিয়েছে যে আরও কাজ দরকার পোক্ত ভাবে এই তথ্যটিকে প্রতিষ্ঠা করার জন্য। এদিন প্রথম ও দ্বিতীয় দফার ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল পেশ করা হয়। বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তারা দুটি স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রায়াল করেছে। একটিতে হল পরপর দুটি ফুল ডোজ দেওয়া। অন্যটিতে প্রথমে একটি ডোজ ও পরেরটি হাফ ডোজ। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে যে দুটি ফুল ডোজ দিলে অনেক শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হচ্ছে মানবদেহে। টি সেল গঠন হচ্ছে যেগুলি তারা করোনাভাইরাসকে ভালো ভাবে প্রতিহত করতে পারছে বলে গবেষণায় উঠে এসেছে।
ভারতে প্রাথমিক ভাবে অক্সফোর্ড টিকা দেওয়া হবে লোকজনদের। কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোন টিকাকরণ শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে এখনও ছাড়পত্র পায়নি কোনও টিকা।