বাংলা নিউজ > ঘরে বাইরে > বারবার সংক্রমণের ঢেউ ফিরলেও সাধারণ রোগে পরিণত হবে করোনা, দাবি ল্যান্সেটে

বারবার সংক্রমণের ঢেউ ফিরলেও সাধারণ রোগে পরিণত হবে করোনা, দাবি ল্যান্সেটে

ফাইল ছবি : পিটিআই (PTI)

গবেষণা পত্রে বলা হয়েছে, 'ওমিক্রনের চলতি ঢেউয়ের পরও কোভিড সংক্রমণের ঢেউ ফিরে আসবে। তবে বিশ্ব জুড়ে এটি আর মহামারীর আকার ধারণ করবে না।'

করোনার আতঙ্ক ধীরে কমছে দেশে। সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও রোগের ভয়াবহতা কমায় আপাতত স্বস্তিতেই আছেন দেশবাসী। টানা বেশ কয়েকদিন ধরে দেশে সংক্রমিতের দৈনিক সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পার করলেও হাসপাতালে সেই তুলনায় রোগী ভর্তি হচ্ছেন না। মৃতের সংখ্যাও তুলনামূলক ভাবে কম। এই আবহে করোনা যে অতিমারী থেকে এন্ডেমিক হওয়ার দিকে এগোচ্ছে, তা একপ্রকার বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে সাধারণ মানুষের মনে। অবশ্য অনেক বিশেষজ্ঞরাও মনে করছেন যে করোনা অতিমারী শেষের পথে। তবে এন্ডেমিকের অর্থ, করোনা চিরকালই থাকবে। তবে ভালো খবর হল, সাধারণ রোগে পরিণাত হবে করোনা। এমনটাই দাবি করা হচ্ছে মেডিক্যাল জার্নাল ল্যান্সেটে।

ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা পত্রে বলা হয়েছে, ‘ওমিক্রনের চলতি ঢেউয়ের পরও কোভিড সংক্রমণের ঢেউ ফিরে আসবে। তবে বিশ্ব জুড়ে এটি আর মহামারীর আকার ধারণ করবে না। কোভিড সাধারণ রোগে পরিণত হবে। আমাদের সমাজকে এই রোগকে সঙ্গে নিয়েই চলতে হবে। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সরকারগুলিকে আর কড়াকড়ি ব্যবস্থা নিতে হবে না।‘ জানা গিয়েছে, এই গবেষণার নেপথ্যে রয়েছেন ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ এবং ফ্রান্সিস ক্রিট ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।

ল্যানসেটে প্রকাশিত এই গবেষণা পত্রে আরও দাবি করা হয়, ‘ভবিষ্যতে মানব দেহে এই ভাইরাসের প্রভাব অনেক কমে যাবে। ভাইরাসের সান্নিধ্যে থাকায় মানব জাতির অধিকাংশ মানুষ এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। শুধু তাই নয়, নতুন নতুন ভ্যারিয়েন্টের মোকাবিলায় সক্ষম ভ্যাকসিন, অ্যান্টিভাইরালের কাজ ভবিষ্যতে অনেক সহজ হবে। ওমিক্রনের মোকাবিলায় ভ্যাকসিনের তৃতীয় ডোজ অ্যান্টিবডির মাত্রা অনেক বাড়িয়ে দিতে সক্ষম।‘

বন্ধ করুন