১৯৯২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে এক টাকার কয়েন। অথচ এক টাকার একটি কয়েন তৈরি করতে এক টাকার বেশি খরচ হয় ভারত সরকারের। ২০১৮ সালের একটি রিপোর্ট অনুসারে, এমনটাই জানা গিয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে প্রতিটি কয়েন তৈরি করতে খরচ হয় ১.১১ টাকা, যা এক টাকার মূল্যের চেয়েও বেশ কিছুটা বেশি।
আরও পড়ুন: (Kamakhya Temple Puja 2024: মহাস্নানের পর ভোগ নিবেদন, বলি, কামাখ্যা মন্দিরের এবারেও নজরকাড়া পুজোর আয়োজন)
স্টেইনলেস স্টিলের তৈরি, এক টাকার কয়েনের ব্যাস ২১.৯৩ মিমি, পুরুত্ব ১.৪৫ মিমি এবং ওজন ৩.৭৬ গ্রাম। এর তুলনায় অন্যান্য মূল্যের কয়েন তৈরি করতে কিছুটা কম খরচ হয়। কারণ দুই টাকার কয়েনের জন্য খরচ হয় ১.২৮ টাকা। পাঁচ টাকার কয়েন তৈরি করার জন্য সরকারের খরচ হয় ৩.৬৯ টাকা। এবং ১০ টাকার কয়েন তৈরি করার জন্য মাত্র ৫.৫৪ টাকা খরচ হয়।
আরও পড়ুন: (মিষ্টি মুখ ছাড়া উৎসব হয় নাকি? জানুন সুগারের লেভেল নিয়ন্ত্রণ রাখতে কোন মিষ্টি খাবেন আর কোনগুলি নয়)
সরকার বলেছে যে ২০১৬-১৭ অর্থবছরে ২.২০১ বিলিয়ন কয়েন তৈরি হয়েছিল, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি। কারণ আগের বছরে মাত্র ২.১৫১ বিলিয়ন কয়েন তৈরি করা হয়েছিল। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্রমাগত মুদ্রাস্ফীতি, সম্ভবত প্রতিটি মুদ্রা তৈরির খরচ বাড়িয়েছে বলেও জানা গিয়েছে।
কোথায় এই কয়েন তৈরি করা হয়
এই সমস্ত কয়েন, মুম্বই এবং হায়দ্রাবাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্টে (IGM) তৈরি করা। হায়দ্রাবাদের মিন্ট কয়েন তৈরির খরচ শেয়ার করলেও, কিন্তু মুম্বই মিন্ট তা করেনি। মুম্বইয়ের মিন্ট দাবি করেছিল যে এই খরচ গোপন রাখার নিয়ম রয়েছে আইনে।
আরও পড়ুন: (Service Kali: সার্ভিস কালীকে পুজো দিলেই হবে চাকরি! এই বিশ্বাসেই বাঁকুড়ায় ভিড় করেন লক্ষ ভক্ত)
সম্প্রতি, #DhoondogeTohJaanoge হ্যাশট্যাগ ব্যবহার করে 'গুগলিস অন গুগল' নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে গুগল। আকর্ষণীয় নানান প্রশ্ন জিজ্ঞাসা করে, ব্যবহারকারীদের সাধারণ জ্ঞান অর্জন করতে উৎসাহিত করে গুগলের এই নতুন ক্যাম্পেইনটি। আর যখনই কেউ সার্চ করে দেখতে চান যে এক টাকার কয়েন তৈরি করতে কত খরচ হয়, তখনই একটি মেসেজ ভেসে ওঠে স্ক্রিনে। লেখা থাকে, 'অভিনন্দন! আপনি আপনার প্রথম গুগলি আনলক করেছেন!'