সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দুটি আলাদা রেল প্ল্যাটফর্মে একই অল্পবয়সি যুগলকে চুম্বন করতে দেখা গিয়েছে। আর তারপরেই নালিশ জমা পড়েছে পুলিশের খাতায়।
মহারাষ্ট্রের ডম্বিভালি এবং সিএসএমটি স্টেশনের ঘটনা। একটি ভিডিয়ো ডোম্বিবলির ৫ নং প্ল্যাটফর্মের কাছে। অপর কোনও যাত্রী ভিডিয়োটি তুলেছিলেন। অন্যদিকে আরেকটি ভিডিয়ো ট্রেন থেকে একজন যাত্রী তুলেছিলেন। সেই সময়ে ওই যুগল সিএসএমটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন।
ডম্বিভলি রেলওয়ে স্টেশনে এই চুম্বনের পর বিক্ষোভ শুরু হয় যাত্রীদের মধ্যে। রেলওয়ে ক্যান্টিনে কাজ করেন শৈলেশ। মিড ডে-কে দেওয়া সাক্ষাত্কারে বলেন, 'যাত্রীরা ওই যুগলের উপর ক্ষুব্ধ ছিলেন। পাবলিক প্লেসে এই আচরণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে অভিযোগ করেন তাঁরা।'
আশ্চর্যজনকভাবে, এরপর ওই একই দম্পতিকে সিএসএমটি প্ল্যাটফর্মেও চুম্বন করতে দেখা যায়। আবারও আপত্তি জানান যাত্রীরা। সন্তোষ সালভি নামে এক যাত্রী বলেন, 'এখনকার প্রজন্মের বিষয়ে কী বলব? লজ্জা বলে কিছু নেই। বাকিরা পাবলিক প্লেসে এই ধরনের অশ্লীলতা দেখে বিব্রত হন। কিন্তু তাঁরা নিজেরা এটা উপভোগ করেন।'
'আমরা ভিডিয়োটিও দেখেছি,' বললেন ডোম্বিভলির রেলওয়ে পুলিশ অফিসার অনিল শেলকে৷ 'পাবলিক প্লেসে এই ধরনের কাজ করা ভুল। আমরা একটি NC রেজিস্টার করেছি। তদন্ত করছি৷ যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে সিসিটিভি ক্যামেরার কভারেজ না থাকায় আমরা ফুটেজ পাইনি।'