বাংলা নিউজ > ঘরে বাইরে > Teacher Punishing student: পড়ুয়াকে বকুনি, শাস্তি দেওয়া শিক্ষকের 'অপরাধ' নয়, সাফ বার্তা কোর্টের

Teacher Punishing student: পড়ুয়াকে বকুনি, শাস্তি দেওয়া শিক্ষকের 'অপরাধ' নয়, সাফ বার্তা কোর্টের

শিক্ষকদের নিয়ে গোয়ার বম্বে হাইকোর্টে বড় রায়।

কোর্টে চলছিল এক শিক্ষকের বিরুদ্ধে ২ পড়ুয়াকে লাঠি দিয়ে মারার অভিযোগে মামলা। বিচারপতি ভারত দেশপান্ডের নেতৃত্বাধীন সিঙ্গল বেঞ্চে বলা হয়,'এই ঘটনা খুবই স্বাভাবিক কোনও প্রাইমারি স্কুলে। পড়ুয়াদের নিয়মানুবর্তিতা শেখাতে, ভালো অভ্যাস শেখাতে শিক্ষককে সেই অনুযায়ী এগিয়ে চলতে হয়। কখনও তাঁকে কড়া হতে হয়।'

স্কুলের ভিতর কোনও যুক্তিগ্রাহ্য কারণে কোনও শিক্ষক তাঁর ছাত্রকে যদি বকুনি বা শাস্তি দেন কোনও নিয়মানুবর্তিতা শেখাতে, তাহলে তা কোনও মতেই অপরাধ নয়। গোয়ায় অবস্থিত বম্বে হাইকোর্ট একথা সদ্য তার এক নির্দেশে জানিয়েছে। 

কোর্টে চলছিল এক শিক্ষকের বিরুদ্ধে ২ পড়ুয়াকে লাঠি দিয়ে মারার অভিযোগে মামলা। সেই অভিযোগের জেরে, ওই শিক্ষকের এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আগে। সঙ্গে ১ লাখ টাকা জরিমানারও ঘোষণা করা হয়। সেই নির্দেশকে নস্যাৎ করে গোয়ার বম্বে হাইকোর্ট নতুন করে এই মামলায় বার্তা দেয়। বিচারপতি ভারত দেশপান্ডের নেতৃত্বাধীন সিঙ্গল বেঞ্চে বলা হয়,'এই ঘটনা খুবই স্বাভাবিক কোনও প্রাইমারি স্কুলে। পড়ুয়াদের নিয়মানুবর্তিতা শেখাতে, ভালো অভ্যাস শেখাতে শিক্ষককে সেই অনুযায়ী এগিয়ে চলতে হয়। কখনও তাঁকে কড়া হতে হয়।' হাইকোর্ট তার পর্যপেক্ষণে জানিয়েছে, ‘স্কুলে ছাত্ররা ভর্তি হয় শুধু শিক্ষা পেতে নয়, সঙ্গে জীবনের বিভিন্ন দিকের শিক্ষা দরকার যার মধ্যে নিয়মানুবর্তিতাও একটি। ’ কোর্টের পর্যবেক্ষণ বলছে, স্কুলে শুধু কয়েকটি বিষয়ই শেখানো হয় না, জীবনের বিভিন্ন দিকের শিক্ষা দেওয়া হয়, যাতে ছাত্রটি ভবিষ্যতে ভালো স্বভাবের অধিকারী হয়। 

যে ঘটনা ঘিরে এই গোটা পর্বের সূত্রপাত, তা ২০১৪ সালের। সেই সময় প্রাইমারি এক স্কুলে এক ছাত্রীর জল খাওয়া নিয়ে শুরু হয় সমস্যা। ছাত্রীর নিজের বোতলের জল শেষ হয়ে যায়। তখন সে অন্যের বোতল থেকে জল খায়। এদিকে, ওই ছাত্রীর দিদি অন্য ক্লাস থেকে বোনের অবস্থা জানতে আসে ওই ক্লাসে।  তখন তার দিদি ও বোনকে মারধর কার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। যাদের মারধর করা হয়েছিল, তাদের একজনের বয়স ৫, একজনের ৮। এদিকে, সেই দিন ওই ছাত্রীদের লাঠি দিয়ে মারধর করা হয়েছে কিনা তার সপক্ষে প্রামাণ্য নথি না থাকায় কোর্ট জানায় যে, ‘লাঠির ব্যবহার হয়েছে কি না সেই দিনে তা নিয়ে সত্যিকারের সন্দেহ থেকে যাচ্ছে।’ কোর্ট এই পর্যবেক্ষণে উল্লেখ করে যে, শিক্ষকরা সকলেই সমাজের সম্মানীয় ব্যক্তিত্ব, ফলে তাঁদের প্রতি সম্মান থাকা প্রয়োজন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.