বাংলা নিউজ > ঘরে বাইরে > গুরুতর অসুস্থতায় ৯৩.৪% কার্যকরী কোভ্যাক্সিন, ডেল্টা রুখতে ৬৫.২% : ভারত বায়োটেক

গুরুতর অসুস্থতায় ৯৩.৪% কার্যকরী কোভ্যাক্সিন, ডেল্টা রুখতে ৬৫.২% : ভারত বায়োটেক

উপসর্গযুক্ত রোগীর ক্ষেত্রে কোভ্যাক্সিনের কার্যকারিতা ৭৭.৮ শতাংশ। দাবি ভারত বায়োটেকের। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

উপসর্গযুক্ত রোগীর ক্ষেত্রে কার্যকারিতা ৭৭.৮ শতাংশ। দাবি ভারত বায়োটেকের।

উপসর্গযুক্ত রোগীর ক্ষেত্রে কার্যকারিতা ৭৭.৮ শতাংশ। আর গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ৯৩.৪ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। তৃতীয় পর্যায়ের ক্নিনিকাল ট্রায়ালের চূড়ান্ত পরীক্ষায় এমনই তথ্য মিলেছে বলে দাবি করল ভারত বায়োটেক।

মেডরিক্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, ১৩০ জন উপসর্গ-যুক্ত করোনা আক্রান্তের উপর পরীক্ষা চালিয়ে কোভ্যাক্সিনের কার্যকারিতার প্রমাণ মিলেছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কমপক্ষে দু'সপ্তাহ পরে তাঁদের উপর পরীক্ষা চালানো হয়েছিল। দেশের ২৫ টি কেন্দ্রে চলছিল সেই পরীক্ষা। স্বেচ্ছাসেবকদের ২৪ জনকে টিকা প্রদান করা হয়েছিল। বাকিদের দেওয়া হয়েছিল প্লাসেবো। সেই পরীক্ষায় যাঁদের শারীরিক অসুস্থতা বেশি, তাঁদের ক্ষেত্রে ৯৩.৪ শতাংশ কার্যকরী হয়েছে কোভ্যাক্সিন। উপসর্গহীন করোনা আক্রান্তের ক্ষেত্রে আবার ভারত বায়োটেকের করোনা টিকার কার্যকারিতা ৬৩.৬ শতাংশ হয়েছে। বি.১.৬১৭.২ ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ৬৫.২ শতাংশ সুরক্ষার প্রমাণ মিলেছে। 

কোভ্যাক্সিনের ট্রায়ালে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে, তা একেবারে নগণ্য বলে দাবি করা হয়েছে। সুরক্ষা তথ্যের বিশ্লেষণ অনুযায়ী, যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে, তা প্লাসেবোর মতোই। ১২ শতাংশ স্বেচ্ছাসেবকের ক্ষেত্রে সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আর ০.৫ শতাংশের কম স্বেচ্ছাসেবকের গুরুতর পার্শ্ব-প্রতিক্রিয়া হয়েছিল। 

সেই ‘সাফল্যের’ পর ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা বলেছেন, ‘ভারতে বিশ্বের সবথেকে বড় ক্লিনিকাল ট্রায়ালে যে সফল সুরক্ষা এবং কার্যকারিতার তথ্য মিলেছে, তাতে ভারত এবং উন্নয়নশীল দেশে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। যে দেশগুলির উদ্ভাবন এবং ভালোমানের সামগ্রী তৈরির ক্ষেত্রে আরও মনোযোগ দিতে পারে। আমরা গর্বিত যে এখন ভারতের উদ্ভাবন বিশ্বের মানুষকে রক্ষা করবে।’ তবে তারইমধ্যে ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, কোভ্যাক্সিনের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কোনও আইনি সুরক্ষাকবচ চায়নি।

ঘরে বাইরে খবর

Latest News

কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.