বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19: এক-তৃতীয়াংশ আক্রান্তের হদিশ ১০ দিনে, তাও ICMR-এর দাবি গোষ্ঠী সংক্রমণ হয়নি ভারতে

Covid-19: এক-তৃতীয়াংশ আক্রান্তের হদিশ ১০ দিনে, তাও ICMR-এর দাবি গোষ্ঠী সংক্রমণ হয়নি ভারতে

সামাজিক দূরত্বের বিধি তোয়াক্কা না করেই বাসে ওঠার হুড়োহুড়ি (ছবি সৌজন্য এএনআই)

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০০,০০০ ছুঁইছুঁই।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০০,০০০ ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যার দৈনিক বৃদ্ধির নিরিখেও প্রায় প্রতিদিন নয়া রেকর্ড তৈরি হচ্ছে। স্বভাবতই দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে গোষ্ঠী সংক্রমণ নিয়ে প্রশ্নের জবাবে আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেন, 'এই গোষ্ঠী সংক্রমণ নিয়ে খুব বিতর্ক চলছে। কিন্তু আমার মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) এটার কোনও সংজ্ঞা দেয়নি। আমরা মনে রাখতে হবে, ভারত এত বড় দেশে এবং প্রাদুর্ভাব এত কম। ছোটো জেলায় এক শতাংশেরও কম প্রাদুর্ভাব পাওয়া গিয়েছে। শহরাঞ্চল এবং কনটেনমেন্ট এলাকায় সেটা সামান্য বেশি হতে পারে। কিন্তু ভারত নিশ্চিতভাবে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে নেই। আমি এটা জোর দিয়ে বলতে চাই।'

যদিও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংক্রামিতের নিরিখে ব্রিটেনের আরও কাছে এল ভারত। যে ব্রিটেন বিশ্বের সর্বাধিক করোনা প্রভাবিত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৬,৫৭৯। যা ব্রিটেনের থেকে মাত্র কয়েক হাজার কম। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী ব্রিটেনে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯১,৫৮৮।

পাশাপাশি, গত ১০ দিনে রোজই নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় ১০,০০০ জন। অর্থাৎ ওই সময়ের মধ্যে দেশের মোট করোনা আক্রান্তের এক-তৃতীয়াংশের হদিশ পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যাও ৮,০০০ ছাড়িয়ে গিয়েছে। তারইমধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নয়া রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা) দেশে ৩৫৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮,১০২।

যদিও তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে আইসিএমআরের তরফে জানানো হয়েছে, প্রতি ১০ লাখে সবথেকে করোনা আক্রান্তের হদিশ মিলেছে ভারত (২০.৭৭)। একইভাবে প্রতি ১০ লাখ জনসংখ্যা মৃত্যুর হারও ভারতে অন্তত কম - ০.৫৯। যেখানে রাশিয়া, তুরস্ক, জার্মানি, আমেরিকা, ব্রিটেনের মতো দেশে সেই হার ঢের বেশি।

তা সত্ত্বেও অবশ্য করোনা মোকাবিলায় কোনওরকম ঢিলেমি দিতে রাজি নয় কেন্দ্র। আইসিএমআরের তরফে বলা হয়েছে, ‘আমাদের নমুনা পরীক্ষা এবং সংস্পর্শে আসা লোকদের খুঁজে যেতে পারে, উপযুক্ত নজরদারি বজায় রাখতে হবে, কনটেনমেন্ট কৌশল রূপায়ণ করতে হবে। কোনওভাবেই রাশ আলগা করা যাবে না।’

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.