বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১০ লাখ, জুলাইয়েই সংক্রমিত ৪ লাখের কাছাকাছি

ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১০ লাখ, জুলাইয়েই সংক্রমিত ৪ লাখের কাছাকাছি

শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০৩,৮৩২ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল।

এক সপ্তাহও লাগল না। ভারতে আট লাখ করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছাতে ঠিক ছ'দিন লাগল। তারইমধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখেও রেকর্ড তৈরি হল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০৩,৮৩২। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই উদ্বেগজনক মাইলস্টোন ছুঁয়েছে ভারত। তার আগে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১০ লাখ পেরিয়েছে। ভারতের সেই মাইলস্টোন পার করতে ১৩৭ দিন সময় লেগেছে।

সেখানেই অবশ্য শেষ নয় উদ্বেগের। বিশেষজ্ঞদের মতে, পরবর্তী ১০ লাখ আক্রান্তের হদিশ মিলতে পারে এক মাসেরও কম সময়ে। গত কয়েকদিনের দৈনিক বৃদ্ধির পরিসংখ্যান ধরলে সেই আশঙ্কা সত্যি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। কারণ গত দু'দিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭,৬৫১ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৪,৯৫৬ জন সংক্রমিতের হদিশ পাওয়া গিয়েছে। যা নয়া রেকর্ড। পাশাপাশি জুলাইয়ের প্রথম ১৭ দিনেই ৩৯৯,১৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের মতো মৃতের সংখ্যার নিরিখেও শুক্রবার নয়া রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৮৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও মৃত্যু ৬০০ ছাড়িয়ে গিয়েছিল। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,৬০২।

তারইমধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থ রোগীর সংখ্যা। ভারতে সক্রিয় আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা যেখানে বেড়ে দাঁড়িয়েছে ৬৩৫,৭৫৭, সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৪২,৪৭৩। গত ২৪ ঘণ্টায় ২২,৯৪২ জন করোনা মুক্ত হয়েছেন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৩৩ শতাংশ।

বন্ধ করুন