
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হাজারের বেশি, মোট আক্রান্ত ছাড়াল ১১ হাজার
Updated: 01 May 2020, 10:23 PM IST- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের আশা, আগামী কয়েক সপ্তাহে করোনাভাইরাসের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে জেতা সম্ভব।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের আশা, আগামী কয়েক সপ্তাহে করোনাভাইরাসের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে জেতা সম্ভব। আশার আলো দেখিয়েছে তাঁর মন্ত্রকও। জানিয়েছে, গত ১৪ দিনে দেশে একলাফে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার ১২ শতাংশ বেড়েছে। তা সত্ত্বেও উদ্বেগ পুরোপুরি কাটে। কারণ নিত্যদিনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যাও উর্ধ্বমুখী। বিশ্বের অবস্থা আরও শোচনীয়। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ২.৩ লাখ।
আজ মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হলেন ১,০০৮ জন। যা একদিনে সর্বোচ্চ। ফলে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ১১,৫০৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৫।
দেশজুড়ে লকডাউনেনর বৃদ্ধির পরই আগামী ১৭ মে পর্যন্ত শহরতলির লোকাল ট্রেন-সহ সকল যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল করল ভারতীয় রেল। শুধুমাত্র শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালু থাকবে।
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত : দেশের প্রায় প্রতিটি জেলায় কয়েকটি করোনা হাসপাতালে নিজে থেকে ব্যান্ড অনুষ্ঠান করবে সেনা। পুলিশ বাহিনীর সমর্থনে আগামী ৩ মে সশস্ত্র বাহিনী পুলিশ মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করবে।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫,৩৬৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ বিকেল পাঁচটা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১,১৫২ জনের। সেরে উঠেছেন ৯,০৬৪। একজন অন্যত্র চলে গিয়েছেন।
বেলুড়ের কেওড়াবাগানে লকডাউন লাগু করতে গিয়েছিলেন হাওড়া পুলিশকর্মীরা। সেখানে তাঁদের উপর পুষ্পবৃষ্টি করেন স্থানীয় বাসিন্দারা।
মার্চে দেশে বেকারত্বের হার ছিল ৮.৭ শতাংশ। লকডাউনের ধাক্কায় তা বেড়ে ২৩.৫ শতাংশ হল। জানাল সিএমআইই।
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার নিয়ে আবারও ইতিবাচক প্রতিক্রিয়া দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, পরীক্ষামূলকভাবে কয়েকজনের চিকিৎসায় প্লাজম থেরাপির প্রয়োগ করা হয়েছিল। তাতে আশাব্যঞ্জক ফল মিলেছে। তিনি বলেন, 'প্লাজমা থেরাপির কারণে প্রথম রোগীকে গতকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আইসিইউ-তে তাঁর অবস্থা জটিল ছিল।' দিল্লিতে পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
লকডাউন কৌশল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ২১ মে মহারাষ্ট্রের বিধান পরিষদের ন'টি ফাঁকা আসনে ভোট হবে। হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলার সময় জানালেন এক নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রী থাকার জন্য উদ্ধব ঠাকরেকে একটি আসনে জিততেই হবে।
দীর্ঘ টালাবাহানার পর শেষপর্যন্ত ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেন চালাল ভারতীয় র। আজ সকাল পাঁচটার সময় প্রথম ট্রেনটি তেলাঙ্গানার লিঙ্গমপল্লী থেকে ছেড়েছে। সেটি যাবে ঝাড়খণ্ডের হাতিয়া পর্যন্ত। ট্রেনে ২৪ টি কোচে ১,২০০ জন রয়েছেলেন।
যতদিন যাচ্ছে, পশ্চিমবঙ্গে করোনার দাপট তত বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য ৭৯৫। মৃত্যু হয়েছে ৩৩ জনের। সেরে উঠেছেন ১৩২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ১,৯৯৩। মৃত্যু হয়েছে আরও ৭৩ জনের।
ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৫,০০০-এর গণ্ডি ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আজ সকাল ন'টা পর্যন্ত (যদিও ঘড়ির কাঁটা ন'টা ছুঁতে বাকি আছে) দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫, ০৪৩। মৃত্যু হয়েছে ১১৪৭ জনের। সেরে উঠেছেন ৮,৮৮৮ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন।
বাতিল হয়ে গেল ফ্রান্সের ফুটবল মরশুম। লিগ ১-এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হল পিএসজি-কে।
গত ২৪ ঘণ্টায় স্পেনে ২৬৮ জন করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। যা গত ২০ মার্চ দৈনন্দিন হিসেবে সবথেক কম মৃত্যু।
আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিরুদ্ধে বিষোদগার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ইস্ট রুমের দৈনিক বিবৃতিতে তিনি বলেন, 'আমার মতে, নিজেদের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জা হওয়া উচিত। তারা চিনের জনসংযোগ সংস্থার মতো কাজ করছে।'
ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬,৭১১। গত ২৪ ঘণ্টায় ৬৭৪ জনের মৃত্যু হয়েছে। তবে প্রধানমন্ত্রী বরিস জনসনের দাবি, করোনা মহামারীর 'চূড়া' পেরিয়ে গিয়েছে ব্রিটেন।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ২.৩ লাখের গণ্ডি টপকে গিয়েছে। সেরে উঠেছেন ১০ লাখের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ২,০০০-এর বেশি মানুষের করোনাভাইরাসে মৃত্যু হল। ফলে মার্কিন মুলুকে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২,৯০৬। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান তুলে ধরে জানাল সংবাদসংস্থা এএফপি।