করোনায় আক্রান্ত ৫৩৬, শুরু হল ২১ দিনের দেশব্যাপী লকডাউন
Updated: 25 Mar 2020, 12:03 AM ISTকরোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে Covid-19 এ মৃত্যুও।সেই জন্যে মধ্যরাত থেকে চালু হল লকডাউন।
করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে Covid-19 এ মৃত্যুও।সেই জন্যে মধ্যরাত থেকে চালু হল লকডাউন।
দেশে দশজনের মৃত্যু সহ করোনাভাইরাসে আক্রান্ত ৫৩৬। গোটা দেশ কার্যত লকডাউনে। সাধারণ মানুষের সুবিধার্থে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। শীঘ্রই ইকনমিক প্যাকেজ চালু হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ২৪ তারিখ রাত বারোটা থেকে তিন সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন করা হবে। এর মধ্যে সবাইকে ঘরে থাকতে হবে করোনাভাইরাসের সংক্রমণ রোখার জন্য।
ঘড়ির কাঁটা বারোটা বাজার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিক ভাবে সারা দেশজুড়ে শুরু হল লকডাইন। আশা যে এর মাধ্যমে করোনাভাইরাসকে অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে।
লকডাউন ভাঙলে কী কী সাজা হতে পারে, তা জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এরমধ্যে শুধু জরিমানা নয়, দুই বছর অবধি জেলও হতে পারে।
লকডাউন ঘোষণা হতেই জিনিসপত্র কেনার জন্য সারা দেশের বড় শহরে মানুষের লম্বা লাইন পড়ে মুদির দোকানের সামনে। যদিও প্রশাসন জানিয়েছে, যে পর্যাপ্ত খাদ্য আছে ও নিত্যপ্রয়োজনীয় সব জিনিস ও খাবার-দাবার পাওয়া যাবে।
ভারতে ৫৩৬জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। মোট ২১, ৮০৪ জনের স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী ৫১৯ জন করোনায় আক্রান্ত। তবে এই সংখ্যা যে অনেক বাড়বে, তা সহজেই বলা যায়।
করোনার জেরে যা পরিস্থিতি, তা মোকাবিলা করার জন্য দেশ প্রস্তুত হচ্ছে, বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে যে এখন শুধু নজর করোনার ওপর রাখার। টেস্টিং ব্যবস্থা ও রোগীদের চিকিত্সার পরিকাঠামো বৃদ্ধি করতেও কেন্দ্র ও রাজ্য সচেষ্ট বলে জানান প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী থেকে গ্রামের কোনও মানুষ, সবাইকে এখন সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে বলেই আহ্বান করেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন যে নানান লোক নানান রকম গুজব ছড়াচ্ছে। ওসবে কান দেবেন না। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী কাজ করুন।
প্রধানমন্ত্রী বলেন যে সাধারণ মানুষের অসুবিধা যতটা কম করা যায়, সেটি নিশ্চিত করা হচ্ছে। তবে এই মুহূর্তে প্রাণ বাঁচানোই যে মূল কাজ, তা সাফ জানান তিনি।
সাধারণ মানুষকে সোশ্যাল ডিসটেন্সিং করতে উপদেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী, যাতে এদের কাজ বৃথা না হয়।
মানুষকে সতর্ক করতে মোদী বলছেন যে অসামান্য স্বাস্থ্য ব্যবস্থা সম্পন্ন দেশও করোনা রুখতে পারেননি। যেসব দেশ করোনাকে সামলাতে কড়া পদক্ষেপ নিয়েছে, তাদের থেকে শিখতে হবে, বলে জানান মোদী।
একটা সুস্থ মানুষ হাজার হাজার লোককে সংক্রমণ করে দিতে পারেন, বললেন মোদী। কীভাবে বিশ্বে দ্রুত সংক্রমণ বেড়েছে, হু-র তথ্য দিচ্ছেন মোদী।
মোদী বললেন যে আগামী ২১ দিন একটাই কাজ, ঘরে থাকুন। এটা কার্যত কার্ফু, সেটাও বলে দিলেন তিনি। প্রথমদিকে অনেকের শরীরে করোনার লক্ষণ দেখা যায় না, তাই সুস্থ থাকলেও বাড়ি ছাড়বেন না, বলে সতর্ক করলেন প্রধানমন্ত্রী।
আজ রাত ১২ টা থেকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। করোনা রুখতে এটা খুব প্রয়োজন বলেই জানান মোদী। এটা না মানলে ২১ বছর দেশকে পিছিয়ে যেতে হবে , বলে জানান প্রধানমন্ত্রী।
করোনার সংক্রমণ রুখতে শৃঙ্খল ভাঙতেই হবে।
প্রধানমন্ত্রী বলছেন যে বিশ্বের অনেক সামর্থপূর্ণ দেশ করোনার সামনে বেআব্রু হয়ে পড়েছে। সাধ্যমতো চেষ্টা করেও তারা রুখতে পারছেন না করোনাভাইরাসের প্রকোপ।
ভারত দেখিয়ে দিয়েছে কীভাবে করোনা বিরুদ্ধে লড়াই করা যায় জনতা কার্ফুর মাধ্যমে, নিজের বক্তব্যের শুরুতে বললেন মোদী।
মঙ্গলবার মধ্যরাত থেকে সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে গোয়া। এ দিন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
লকডাউন ভঙ্গকারীদের পুলিশের লাঠিপেটার হাত থেকে রক্ষা করতে গিয়ে মারা গেলেন গোরক্ষপুরের বাসিন্দা অশীতিপর পুরোহিত। পুলিশের অবশ্য দাবি, লকডাউন নিয়ে তর্ক করার সময় আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেল তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
Covid-19 সংক্রমণজনিত পরিস্থিতির উপরে নিরন্তর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ডেবিট পার্ড ব্যবহার করে নগদ তোলার উপরে কোনও কর দিতে হবে না, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। পাশাপাশি, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স জমা রাখার নিয়মও স্থগিত রাখল কেন্দ্র।
যে সমস্ত সংস্থার বার্ষিক আয় ৫ কোটির নীচে, তাদের জিএসটি রিটার্ন জমা দিতে দেরি হলে কোনও লেট ফি ধার্য করা হবে না জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
২০১৮-২০১৯ সালের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত পিছিয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একই সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমাও পিছিয়ে ৩০ জুন করেছেন। পাশাপাশি, বিলম্বিত টিডিএস জমার ক্ষেত্রে ৩০ জুন পর্যন্ত মাত্র ৯% লেট ফি ধার্য হবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে জারি করা লকডাউন পর্বে দেশের জন্য অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার দুপুর দুটোয় তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সরকারের বিশেষ অর্থনৈতিক প্যাকেজ সম্পর্কে টিভি-তে ঘোষণা করবেন।
করোনা সংক্রমণে আক্রান্ত বছর ৬৫ বয়েসি এক রোগীর মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। জানা গিয়েছে, সম্প্রতি তিনি আমেদাবাদে গিয়েছিলেন। সেখান থেকে ফিরলে তাঁর দেহে Covid-19 সংক্রমণের উপসর্গ দেখা দেয়। গত ২৩ মার্চ তাঁকে কস্তুরবা গান্ধী হাসপাতালে ভরতি করা হয়। পরীক্ষায় তাঁর শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলে। কিন্তু দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকায় গভীর রাতে মারা যান বৃদ্ধ।
লকডাউন নির্দেশিকা উপেক্ষা করে রাস্তায় বের হয়ে পুলিশের জালে ফাঁসলেন আরামবাগের একাধিক বাসিন্দা। মঙ্গলবার বিধিভঙ্গের দায়ে অভিযুক্ত হলেন বেশ কয়েকজন।
করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে আগামী ২৬ মার্চ রাজ্য সভা নির্বাচন স্থগিত ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
করোনা মোকাবিলা ও সাম্প্রতচিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে মঙ্গলবার সকালে নয়াীদিল্লিতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনi.
দেশজুড়ে করোনা সংক্রমণের দাপট ও তা এড়াতে প্রয়োজনীয় কর্তব্য সম্পর্কে জাতিকে সজাগ করতে মঙ্গলবার রাত আটটায় টিভির পর্দায় উপস্থিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তথ্য টুইটারে প্রকাশ করেছেন নমো স্বয়ং।
করোনার উৎসস্থল হিসেবে পরিচিত চিনের হুবেই প্রদেশের উপর থেকে আগামী ২৫ মার্চ ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে সরকার। তবে তার আওতায় পড়ছে না সংক্রমণের আতুঘর উহান শহর। আগামী ৮ এপ্রিল উহানের উপর থেকে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠতে পারে। বাসিন্দারা বিশেষ স্বাস্থ্য কোড ব্যবহার করে শহর ছাড়তে পারেন। গত ২৩ জানুয়ারি থেকে লকডাউনেক ঘেরাটোপে বাঁধা পড়েছে উহান।
করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত বিধি-নিষেধ মানতে না চাওয়ায় কোচি বিমানবন্দর থেকে আটক ঘরোয়া উড়ানের এক যাত্রী। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পিটি PTI
মহারাষ্ট্রে Covid-19 আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১। পুণেতে খোঁজ পাওয়া গেল নতুন তিন করোনা পজিটিভ ব্যক্তির। সতারাতে মিলল আরও একজনের সন্ধান। এই তথ্য জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
সম্পূর্ণ লকডাউনের আওতায় আনা হল ভদোদরাকেও। আগামী ৩১ মার্চ পর্যন্ত শহরে নিষেধাজ্ঞা জারি থাকবে। গুজরাতে সোমবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩০। .
আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষিত হল সমগ্র কেরালায়।
মুখ্যমন্ত্রীর আবেদন এবং লাগাতার প্রশাসনিক প্রচার সত্ত্বেও আইন ভেঙে লকডাউনের শহরে পথে নেমে গ্রেফতার হলেন ২৫৫ জন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ।