Covid-19 precautions: মাস্ক পরলেই কি সংক্রমণ এড়ানো যায়?
1 মিনিটে পড়ুন . Updated: 21 Mar 2020, 12:03 PM ISTCovid-19 সংক্রমণ রুখতে বিশ্বব্যাপী মাস্ক ব্যবহারের হার লাফিয়ে বাড়ছে প্রতিদিন। কিন্তু মাস্ক ব্যবহার করে কি এই ভয়াবহ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যায়? কী ধরনের মাস্ক এ ক্ষেত্রে ব্যবহার করা উচিত? এমনই নানান প্রশ্নে জেরবার পৃথিবী।ইতিমধ্যেই মাস্কের দাম নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।