কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সামাজিক কল্যানে সর্বদাই অগ্রণী ভূমিকা নিয়েছে টাটা গোষ্ঠী। সেই ট্র্যাডিশনকে অব্যাহত রেখে করোনার মোকাবিলায় ১৫০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন রতন টাটা।টাটা ট্রাস্টের পক্ষ থেকে ৫০০ কোটি দেওয়া হচ্ছে। পরে টাটা সন্স জানায় যে তারাও ১০০০ হাজার কোটি দেবে।
টাটা ট্রাস্টের চেয়ারম্যান বলেন যে ভারত ও সারা বিশ্বে পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন ও দ্রুত কিছু করা দরকার। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই বিপুল অর্থ দেওয়ার কথা জানান তিনি।মানবজাতির কাছে করোনার প্রকোপ একটি অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ বলে টাটা বলেন যে আপত্কালীন পরিস্থতিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এই টাকা দিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাপ্রদানকারী কিট, ভেন্টিলেটর, পরীক্ষার জন্য কিট, রোগীদের থাকার ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধি করা হবে বলে তিনি জানিয়েছেন।
টাটা ট্রাস্ট, টাটা সন্স ও টাটা গ্রুপ একযোগে নিজেদের স্থানীয় ও গ্লোবাল পার্টনার এবং সরকারের সঙ্গে একযোগে করোনা মোকাবিলায় রত হবে। সমাজে পিছিয়ে পড়া মানুষ, বঞ্চিত মানুষদের কাছে সাহায্য পৌঁছে দিতে চায় টাটা গোষ্ঠী।
এর আগে রিলায়েন্স, মহিন্দ্রা প্রভৃতি গোষ্ঠীর তরফ থেকেও করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।