গত ২৪ ঘণ্টায় ৭৫,৮২৯ জন নতুন রোগী যুক্ত হওয়ায় ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়ে গেল। রবিবার সকালের পরিসংখ্যান অনুসারে দেশে মোট Covid-19 আক্রান্ত রোগী ৬৫,৪৯,৩৭৪।
এ দিনের হিসেব অনুযায়ী, কোভিড সংক্রমণে মোট মৃতের সংখ্যা ১,০১,৭৮২। এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৪০ জন। পাশাপাশি, সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৫,০৯,৯৬৭ জন। দেশে মোট অ্যাক্টিভ রোগী আপাতত ৯,৩৭,৬২৫. জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
গতকাল, ৩ অক্টোবর ভারতে মোট ১১,৪২,১৩১টি নমুনার কোভিড পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ভারতে মোট ৭,৮৯,৯২,৫৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
শনিবার রাতে কোভিড সংক্রমণের জেরে মারা গিয়েছেন ওড়িশার পিপলির বিজেডি বিধায়ক প্রদীপ মহারথী। ১৮ দিন আগে তিনি কোভিড পজিটিভ পরীক্ষিত হন। গত রাতে এক বেসরকারি হাসপাতালে তাঁর প্রয়াণ হয়েছে। ওড়িশায় এই প্রথম কোভিড সংক্রমণে কোনও বিধায়কের মৃত্যু হল।
গতকালই Covid-19 পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কে পি এস মালহোত্রা। সুশান্ত সিং রাজপুত হত্যা তদন্তে তিনিভই অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে জেরা করেছিলেন।