বাংলা নিউজ > ঘরে বাইরে > COVID-19 Updates: করোনা আক্রান্তদের কিডনি-ফুসফুস-মস্তিষ্কে জমাট বাঁধছে রক্ত, উদ্বিগ্ন চিকিৎসকরা

COVID-19 Updates: করোনা আক্রান্তদের কিডনি-ফুসফুস-মস্তিষ্কে জমাট বাঁধছে রক্ত, উদ্বিগ্ন চিকিৎসকরা

শিকাগোর একটি হাসপাতালে এক করোনা আক্রান্তের চিকিৎসা চলছে (ছবি সৌজন্য রয়টার্স)

মার্চের মাঝামাঝি সময় থেকে অনেক ক্ষেত্রে এরকম বিষয় লক্ষ্য করেছেন চিকিৎসকরা।

শুধু কি ফুসফুসের রোগ নাকি তার থেকেও বেশি কিছু? নিউ ইয়র্ক সিটির কয়েকজন চিকিৎসকের আশঙ্কা, COVID-19-এর প্রভাব শুধু ফুসফুসে আটকে নেই। সেই রোগের প্রভাবে আরও বেশি।

কিন্তু কেন?

নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা করোনাভাইরাস আক্রান্তদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে রক্ত ঘনত্ব বৃদ্ধি ও জমাট বাঁধার একাধিক নিদর্শন পেয়েছেন। হাসপাতালের কিডনি বিশেষজ্ঞরা দেখেছেন, কিডনি ডায়ালিসিসের ক্যাথিটারে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। যে ফুসফুসের বিশেষজ্ঞরা করোনা আক্রান্তদের ভেন্টিলেটরে নজর রাখছিলেন, তাঁরা দেখেছেন যে ফুসফুসের একটি অংশ অদ্ভুতভাবে রক্তহীন হয়ে গিয়েছে। স্নায়ু বিশেষজ্ঞরাও রক্ত জমাটের কারণে স্ট্রোক হওয়ার কেস বেশি পাচ্ছেন।

হাসপাতালের স্নায়ু বিশেষজ্ঞ জে মোক্কো বলেন, 'এটি খুব আশ্চর্যজনক যে রক্ত জমাট বাঁধতে কতটা ভূমিকা নেয় এই রোগ।' তাঁর মতে, কয়েকটি ক্ষেত্রে কমবয়স্ক করোনা আক্রান্তের প্রথম উপসর্গ হচ্ছে স্ট্রোক।

সেজন্য বিভিন্ন বিশেষজ্ঞরা করোনা চিকিৎসায় নতুন পন্থা অবলম্বন করেন। রক্ত জমাট বাঁধার কোনও নির্দশন পাওয়ার আগেই করোনা আক্রান্তের উচ্চমাত্রার রক্ত লঘু করার ওষুধ দেওয়া হয়। হাসপাতালের সভাপতি তথা চিকিৎসক ডেভিড রেইখ বলেন, ‘হয়তো আপনি যদি রক্ত জমাট বাঁধা আটকাতে পারেন, তাহলে রোগটির ভয়বহতা কিছুটা কম করা যেতে পারে।’ সব জটিল রোগীর ক্ষেত্রে অবশ্য সেই ওষুধ ব্যবহার করা হচ্ছে না। কারণ তাতে হিতে বিপরীত হয়ে মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে।

মার্চের মাঝামাঝি থেকে পরের তিন সপ্তাহে ৩২ জন স্ট্রোক রোগীকে দেখেছেন মক্কো। তাঁদের মস্তিষ্কে বড়সড় রক্ত জমাট দেখেছেন তিনি। যা ওই সময়ের মধ্যে সাধারণত যত সংখ্যক রোগী আসেন, তার দ্বিগুণ। মক্কো জানান, পাঁচজনের বয়স অভাবনীয়ভাবে অনেকটা কম - ৪৯-এর নীচে। কনিষ্ঠতমের বয়স ৩১। তাঁদের স্ট্রোকের বিপদও ছিল না। তা নিয়ে উদ্বিগ্ন মক্কো। তাঁর কথায়, ‘অত্যন্ত অস্বাভাবিক’। ৩২ জনের মধ্যে কমপক্ষে ১৬ জনের করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।

হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ জানান হুমান পুর জানান, তিনি যেমন আশা করেছিলেন, তেমন হয়নি ১৪ জন রোগীর ভেন্টিলেটরের রিডিং। সাধারণত নিউমোনিয়ায় যেমন হয়, তেমন ফুসফুস শক্ত হয়ে যায়নি। বরং মনে হচ্ছিল, ফুসফুসের মধ্যে দিয়ে রক্তের প্রবাহ ঠিকভাবে হচ্ছে না। 

এরপর হাসপাতালের চিকিৎসকরা আলোচনা করেন। ইস্টার সানডের দিন নয়া চিকিৎসা পন্থা নির্ধারণ করা হয়। এরইমধ্যে হুবেশ প্রদেশ-সহ করোনা আক্রান্ত জায়গায় একইরকম বিষয়ের খোঁজ পান মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসকরা। ফিলাডেলপিয়ার থমাস জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক পাস্কাল জ্যাব্বারও একইরকমভাবে করোনা আক্রান্তদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বেশি দেখতে পান। তিনি বলেন, 'কোনও ভাইরাস এরকম করতে আমি কখনও দেখিনি।'

রক্ত জমাটের বিষয়টি পর্যবেক্ষণ করেছে আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজি। তবে একটি নির্দেশিকায় তারা জানিয়েছে, যে করোনা আক্রান্তদের রক্ত জমাট বাঁধার উপসর্গ নেই,তাঁদের রক্ত লঘু করার থেরাপির সুবিধার এখনও অজানা।

ঘরে বাইরে খবর

Latest News

৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: টস জিতে ফিল্ডিং নিল নাইট রাইডার্স, দলে এক পরিবর্তন লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.