বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19 Updates: কয়েকটি রাজ্য গোপন করা তথ্য দেওয়ায় আক্রান্ত-মৃত বেড়েছে, নাম না করে বাংলাকে তোপ কেন্দ্রের

Covid-19 Updates: কয়েকটি রাজ্য গোপন করা তথ্য দেওয়ায় আক্রান্ত-মৃত বেড়েছে, নাম না করে বাংলাকে তোপ কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

মঙ্গলবার সকাল আটটায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ায় ৩,৯০০। মৃত্যু বেড়েছে ১৯৫।

দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য কয়েকটি রাজ্যের ব্যবস্থাপনায় ‘ফাঁকফোকর’-কে দায়ী করল কেন্দ্র। জানাল, নয়াদিল্লির চাপে ওই রাজ্যগুলি আসল তথ্য সামনে আনাতেই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গত কয়েকদিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা মোটামুটি ২,০০০-২৫০০-এর মধ্যে থাকছিল। কিন্তু মঙ্গলবার সকাল আটটায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ায় ৩,৯০০। অন্যদিকে, গত কয়েকদিনে দৈনিক মৃতের সংখ্যা ৫০-৮০-এর মধ্যে ঘোরাফেরা করছিল। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) মৃতের সংখ্যা ১৯৫ বেড়েছে।

কী কারণে একদিনে এত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল, তা নিয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনও পর্যন্ত সর্বাধিক। আমরা একটা সংক্রামক রোগের সঙ্গে লড়ছি। সময়মতো কেস রিপোর্ট করা এবং ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটি রাজ্যে ফাঁক পেয়েছিলাম, তা উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে ঠিক করা হচ্ছে।’ কোনও রাজ্যের নাম না করলেও ইঙ্গিতটা কোনদিকে ছিল, তা বোঝার ক্ষেত্রে কোনও অসুবিধার হওয়ার কথা নয়।

পরে পশ্চিমবঙ্গের অনেক মৃত্যুর খবর পাওয়া নিয়ে (কেন্দ্রের হিসেবে সোমবার ছিল ৩৫, মঙ্গলবার বেড়ে হয়েছে ১৩৩) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব বলেন, ‘দেখুন আমি আগেও বলেছি, কয়েকটি রাজ্য থেকে যখন করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুর খবর সময়মতো রিপোর্ট করা হয়নি, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারপর সেই কেস রিপোর্ট করা হয়েছে। সেই কারণেই হঠাৎ আজ মৃতের সংখ্যা বেশি দেখছেন।’

সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রের তরফে কয়েকটি রাজ্য বললেও ইঙ্গিত মূলত কোনদিকে ছিল, তা স্পষ্ট। কারণ গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা একলাফে বেড়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত যেখানে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৬৩। তা ২৪ ঘণ্টা পর বেড়ে হয়েছে ১২৫৯। অন্যদিকে ওই সময়ে মৃত্যু বেড়েছে ৯৮। 

কিন্তু দৈনিক যে আক্রান্ত ও মৃতের সংখ্যার তার সঙ্গে পশ্চিবঙ্গের নয়া পরিসংখ্যান যোগ করলেও মঙ্গলবারের 'লাফ' মিলছে না? বরং বাংলার সংখ্যা বাদ দিলে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার বৃদ্ধির সংখ্যা দাঁড়াচ্ছে ৩,৬০৪। যা তার আগের ২৪ ঘণ্টার (রবিবার সকাল আটটা থেকে সোমবার আটটা পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন ২,৫৫৩ জন) আক্রান্তের সংখ্যার থেকেও হাজার বেশি। মৃতের সংখ্যার ক্ষেত্রে সেই একই ধারা দেখা গিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই পরিসংখ্যান খুব ভালোভাবেই জানে কেন্দ্র। সেজন্য কয়েকটি রাজ্যের উল্লেখ করা হয়েছে। যাতে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা না কাটে। একইসঙ্গে কেন্দ্রের উপর থেকে দায় এড়ানো যায় এবং রাজ্যগুলিকে দায়ী করা যায়।

ঘরে বাইরে খবর

Latest News

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন সুমন কাঞ্জিলাল, বেজায় চটল বিজেপি গাড়ির সামনে ছিল নিজেরই সন্তান, না দেখে চারচাকা চালিয়ে দিলেন বাবা! এরপর? আগামিকাল কেমন কাটবে? সুখবর পেতে পারেন? জানুন ২৪ এপ্রিল বুধবারের রাশিফল মালদায় আম বাগানের একী হাল! তবে কি এবার মিলবে না? দাম কেমন হবে?খোঁজ নিল HT Bangla কৃষ্ণনগরের ছেলে-শান্তিপুরের মেয়ে, দ্বৈপায়ন-পায়েলের যুগলবন্দি দেখে মুগ্ধ সৌরভ মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে মারধর, ভাঙচুর করা হল দোকান বিনয় তামাংকে বহিষ্কার করল কংগ্রেস, টানা ৬ বছরের জন্য সরিয়ে দিল পাহাড়ি নেতাকে ‘শীতলকুচি… বিএসএফ কার কথায় গুলি চালিয়েছিল?’ বীরভূমে কাকে খোঁচা মমতার? ২০১৯-এর তুলনায় ২০২৪-এ ১ম দফায় ভোটের হার কমেছে, বাড়ানোর লক্ষ্যে নয়া কৌশল EC-র ৬০০০ ধাপ পেরিয়ে মাউন্ট তাইশানে উঠতে গলদঘর্ম চিনের মানুষ, ভাইরাল ভিডিয়ো

Latest IPL News

বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.