করোনাভাইরাস আক্রান্তদের স্বাস্থ্য বিমার অনুমোদনের ক্ষেত্রে আরও গতি আনতে উদ্যোগী হল ইনরিওরেন্স রেগুলেটরি ও ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)। সেজন্য নগদ অর্থ ছাড়া চিকিৎসার জন্য আবেদন পাওয়ার দু'ঘণ্টার মধ্যে সেটির অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ জারি করল বিমা নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুন : COVID-19 Updates: ডায়াবিটিস আছে? করোনার প্রকোপের মধ্যে কী করবেন, জেনে নিন চিকিৎসকের পরামর্শ
একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 'করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্য পরিকাঠামোর উপর থেকে চাপ কমানোর বিষয়টি বিবেচনা করে সমস্ত বিমা সংস্থাকে স্বাস্থ্য বিমার ক্লেমের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।'
আরও পড়ুন : COVID-19 Updates: স্বাস্থ্য বিমার আওতায় চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীরা, দেখে নিন যাবতীয় তথ্য
বিমা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, চূড়ান্ত বিল ও শেষ প্রয়োজনীয় নথি পাওয়ার দু'ঘণ্টার মধ্যে হাসপাতালকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিমা সংস্থাগুলি আইআরডিএআইয়ের তরফে বলা হয়েছে, 'আবেদন আসার এবং হাসপাতাল থেকে শেষ প্রয়োজনীয় নথি পাওয়ার দু'ঘণ্টার মধ্যে নগদ অর্থহীন চিকিৎসার জন্য অনুমোদনের সিদ্ধান্তটি সংশ্লিষ্ট হাসপাতালকে জানিয়ে দিতে হবে।'
আরও পড়ুন : গ্রাহকের স্বার্থে বিমার প্রিমিয়াম জমা দেওয়ার জন্য অতিরিক্ত ৩০ দিন সময়
তৃতীয় পক্ষ বা বিমা সংস্থা যার কাছে প্রথম নথি আসুক, সেই সময়ের হিসেবে দু'ঘণ্টা বিবেচনা করতে হবে বলে জানিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থা। সেজন্য স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে তৃতীয় পক্ষ সংক্রান্ত দ্রুত উপযুক্ত নির্দেশিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : লকডাউনের জেরে পিছিয়ে গেল Health and car insurance premium দেওয়ার সময়সীমা