বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19 Updates: ভারতে করোনায় মৃত্যু ১০,০০০-এর কাছে, জুনের ১৫ দিনে আক্রান্ত ১.৫ লাখ

Covid-19 Updates: ভারতে করোনায় মৃত্যু ১০,০০০-এর কাছে, জুনের ১৫ দিনে আক্রান্ত ১.৫ লাখ

টানা তিনদিন দেশে ১১,০০০-এর বেশি করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে (ছবিটি প্রতীকী, সৌজন্য এএফপি)

টানা তিনদিন দেশে ১১,০০০-এর বেশি করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে।

লাগাতার দৈনিক রেকর্ড সংক্রমণের ধারায় ছেদ পড়ল সোমবার। তবে সেই সংখ্যাটা খুব একটা কমেনি। বরং টানা তিনদিন দেশে ১১,০০০-এর বেশি করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩৩২,৪২৪। তাঁদের মধ্য়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১,৫০২।পাশাপাশি জুনের প্রথম ১৫ দিনে ভারতে আক্রান্তের সংখ্যা ১৪১,৮৮৯ বৃদ্ধি পেয়েছে। ওই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪,১২৬ জনের। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩২৫ জনের মারা গিয়েছেন। ফলে আপাতত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৫২০।

অন্যদিকে, ভারতে ১৬৯,৭৯৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। শতাংশের বিচারে তা ৫১ ছাড়িয়ে গিয়েছে। জুনের পয়লা তারিখ থেকে সুস্থ হয়েছেন ৭৭,৯৭৯ জন। পাশাপাশি সক্রিয় করোনা আক্রান্তের সঙ্গে সুস্থ রোগীর ব্যবধান ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় রোগীর তুলনায় ১৬,৬৯১ জন বেশি সুস্থ হয়ে উঠেছেন।

একনজরে দেখে নিন ভারতের সবথেকে করোনা প্রভাবিত রাজ্যগুলির পরিসংখ্যান -

১) মহারাষ্ট্র : মোট আক্রান্তের সংখ্যা ১০৭,৯৫৮। মৃত্যু হয়েছে ৩,৯৫০ জনের। সেখানে সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। বরং গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

২) তামিনাড়ু : রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৪৪,৬৬১। মৃত্যুর হার অবশ্য অনেকটাই কম। এখনও পর্যন্ত দক্ষিণের রাজ্যটিতে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। 

৩) দিল্লি : শোচনীয় অবস্থা দিল্লির। ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ৪১,১৮২। মৃত ১,৩২৭।

৪) গুজরাত : গুজরাতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩,৫৪৪ জন। মৃত্যু হয়েছে ১,৪৭৭ জনের। অর্থাৎ মৃত্যুহার যথেষ্ট বেশি।

৫) উত্তরপ্রদেশ : মোট আক্রান্তের সংখ্যা ১৩,৬১৫। মৃত্যু হয়েছে ৩৯৯ জনের।

৬) রাজস্থান : করোনায় আক্রান্তের সংখ্যা ১২,৬৯৪। মৃত্যু হয়েছে ২৯২ জনের।

৭) পশ্চিমবঙ্গে : বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১১,০৮৭। মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। তবে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়ায় সক্রিয় আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটা কমেছে।

ঘরে বাইরে খবর

Latest News

নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.